গত দিন দশেক সময় ধরে মিয়ানমারের রাখাইন রাজ্যে বৌদ্ধ বিদ্রোহীদের সশস্ত্র সংগঠন আরাকান আর্মি সদস্যদের দমন অভিযানের নামে মিয়ানমারের সেনাবাহিনীসহ সংশ্লিষ্ট বাহিনীগুলো সেখানে অভিযান চালিয়ে যাচ্ছে।
আর রাখাইনে পুনরায় সশস্ত্র সংঘাত-সহিংসতা অব্যাহত থাকার কারণে নতুন করে হাজার হাজার মানুষ ইতোমধ্যে ব্যস্তুচ্যুত হয়ে পড়েছেন বলে জাতিসংঘসহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা বলছে।
বাংলাদেশ কর্তৃপক্ষ এমত পরিস্থিতিতে নতুন করে আবার রোহিঙ্গা অনুপ্রবেশ ঘটতে পারে এ আশংকায় বাংলাদেশ-মিয়ানমার সীমান্তে সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ এবং বাংলাদেশ সীমান্তরক্ষী বাহিনী বিজিবি’র নজরদারী বৃদ্ধি করেছে।
ঢাকায় বিশেষজ্ঞ ও বিশ্লেষকগণ মিয়ানমারের এই পরিস্থিতিকে পুনরায় একটি মানবিক বিপর্যয় বলে আখ্যা দিয়েছেন। তারা বলছেন, রাখাইনকে রোহিঙ্গা শূন্য করা এবং প্রত্যাবাসন কাজ থামিয়ে দেয়ার এটি মিয়ানমারের একটি অপকৌশল কিনা সে বিষয়টিও বিবেচনা রাখতে হবে। আর এসব বিষয় নিয়ে বিশ্লেষণ করেছেন রোহিঙ্গা বিষয়ক বিশেষজ্ঞ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক ড. সি আর আবরার।