অ্যাকসেসিবিলিটি লিংক

রোহিঙ্গাদের ইচ্ছার বিরুদ্ধে ভাসানচরে স্থানান্তর নয়: বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী


বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গা শরণার্থীদের ভাসানচরে পাঠানোর সরকারি সিদ্ধান্ত থমকে গেছে। মধ্য এপ্রিলে প্রায় ১ লাখ রোহিঙ্গাকে সেখানে পাঠানোর সব রকমের প্রস্তুতি সম্পন্ন হয়েছিল। গোড়া থেকেই রোহিঙ্গারা সেখানে যেতে আপত্তি জানিয়ে আসছিল। জাতিসংঘসহ আন্তর্জাতিক সম্প্রদায়ও বলেছিল, রোহিঙ্গাদের ইচ্ছার বিরুদ্ধে স্থানান্তর করা ঠিক হবে না।

পররাষ্ট্রমন্ত্রী ড. এ, কে আব্দুল মোমেন জানালেন, কারো ইচ্ছার বিরুদ্ধে সরকার স্থানান্তর কাজ শুরু করবে না। পররাষ্ট্রমন্ত্রী বলেন, গাদাগাদি করে কক্সবাজারের বিভিন্ন ক্যাম্পে থাকা রোহিঙ্গাদের একটি অংশকে সাময়িক সুবিধার জন্যই সরকার ভাসানচরে পাঠাতে চেয়েছিল। এ জন্য বাড়ি-ঘরও তৈরি করা হয়।

উল্লেখ্য যে, প্রায় ১০ লাখ রোহিঙ্গা কক্সবাজারের বিভিন্ন ক্যাম্পে অবস্থান করছে।

please wait

No media source currently available

0:00 0:00:43 0:00


XS
SM
MD
LG