বাংলাদেশ কতৃপক্ষ এবং জাতিসংঘের বিভিন্ন মানবিক সহায়তাকারী সংস্থাগুলো বলছে, গত কয়েকদিনের প্রবল বর্ষনে কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্প ও আশ্রয়স্থলগুলোর শরনার্থীরা ব্যপকভাবে ক্ষতিগ্রস্থ হয়েছেন। জাতিসংঘের বিভিন্ন সংস্থাগুলো বলছে, ইতোমধ্যে ৩/৪দিনের প্রবল বর্ষনে ৯ হাজার রোহিঙ্গা ক্ষতিগ্রস্থ হয়েছেন এবং আরো বর্ষন হলে ক্ষতিগ্রস্থ এবং ক্ষতির মাত্রা বাড়বে। ওই সংস্থাগুলো বলছে, ৩০ হাজারের বেশী রোহিঙ্গা শরনার্থী প্রবল বর্ষনজনিত বন্যা ও ভূমিধসের ঝুকিতে রয়েছেন। প্রবল বর্ষনে রোহিঙ্গা শরনার্থীরা কী ধরনের ক্ষতির সম্মুখীন হয়েছেন এবং ভবিষ্যতে কি ধরনের ঝুকির মধ্যে পড়তে পরেন -সে সম্পর্কে কক্সবাজার থেকে বিস্তারিত জানিয়েছেন বাংলাদেশ সরকারের রোহিঙ্গা ত্রান, পুনর্বাসন ও প্রত্যাবাসন বিষয়ক কমিশনার মোহাম্মদ আবুল কালাম।
এদিকে,কক্সবাজারের কুতুপালংসহ কয়েকটি রোহিঙ্গা ক্যাম্পের কয়েকশ’ রোহিঙ্গা শরনার্থী নিরাপদ ও মর্যাদাপূর্ন উপায়ে প্রত্যাবাসনের দাবী জানিয়ে ঈদের দিন অর্থাৎ শনিবার খন্ড খন্ড মিছিল করেছেন।.