অ্যাকসেসিবিলিটি লিংক

বাংলাদেশ-রাশিয়ার মধ্যে আন্তঃরাষ্ট্রীয় কমিশন গঠনে চুক্তি স্বাক্ষরিত


বাংলাদেশ এবং রাশিয়ার মধ্যে বাণিজ্য, অর্থনীতি, বিজ্ঞান ও কারিগরি সহায়তা বৃদ্ধির লক্ষ্যে একটি আন্তঃরাষ্ট্রীয় কমিশন গঠনের চুক্তি স্বাক্ষরিত হয়েছে।

বুধবার ঢাকায় বাংলাদেশের পক্ষে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম এবং রাশিয়ার পক্ষে দেশটির অর্থনৈতিক উন্নয়ন বিভাগের উপমন্ত্রী অ্যালেক্সি গ্রুজদভ দুই দেশের মধ্যে এই চুক্তি স্বাক্ষর করেন।

ঢাকায় এক বিবৃতিতে বলা হয়, বাণিজ্য, অর্থনীতিসহ বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা বৃদ্ধি এবং এক্ষেত্রে করণীয় নির্ধারণের লক্ষ্য নিয়েই এই কমিশন কাজ করবে। এছাড়া এই কমিশন উভয় দেশের মধ্যে ব্যবসা-বাণিজ্য নিয়োজিত প্রতিষ্ঠান, সংস্থা এবং ব্যবসায়ী সম্প্রদায়কে দ্বিপাক্ষিক বাণিজ্য উন্নয়ন কার্যক্রমে সহায়তা দেবে। জ্বালানি, বিদ্যুৎ, কৃষি ও শিক্ষা খাতের উন্নয়নে সহযোগিতা বৃদ্ধিতেও এই কমিশন ভূমিকা রাখবে বলে জানানো হয়েছে।

উল্লেখ্য, বাংলাদেশ ও রাশিয়ার মধ্যে ২০১৫ সালের ডিসেম্বরে অর্থায়নসহ সার্বিক সহায়তায় বাংলাদেশের রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ প্রকল্পের জন্য ১ হাজার ২শ ৬৫ কোটি ডলারের একটি চুক্তি স্বাক্ষরিত হয়। ঢাকা থেকে আমীর খসরু।




XS
SM
MD
LG