অ্যাকসেসিবিলিটি লিংক

যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ফোনে কথা বলেছেন


যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি জে ব্লিংকেন গতকাল ২৩ ফেব্রুয়ারী বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী একে আবদুল মোমেনের সাথে ফোনে কথা বলেছেন। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রনালয়ের মুখপাত্র Ned Price এক সংবাদ বিজ্ঞপ্তিতে একথা জানিয়েছেন।

দুই দেশের পররাষ্ট্রমন্ত্রী অর্থনীতি, সন্ত্রাসবাদ ও প্রতিরক্ষা সহযোগিতা আরও গভীর করার উপায় এবং জলবায়ু পরিবর্তনের মতো চ্যালেঞ্জ মোকাবেলায় একসাথে কাজ করার বিষয়ে আলোচনা করেন।

তাঁরা বার্মা, রোহিঙ্গা শরণার্থী সঙ্কটের একটি টেকসই সমাধান এবং শ্রম ও মানবাধিকারের প্রতি শ্রদ্ধার গুরুত্ব নিয়েও আলোচনা করেন।

পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি জে ব্লিংকেন ২০২১ সালে বাংলাদেশের স্বাধীনতার পঞ্চাশতম বার্ষিকীতে পররাষ্ট্রমন্ত্রী একে আবদুল মোমেনকে অভিনন্দন জানিয়েছিলেন এবং উভয় নেতা দক্ষিণ এশিয়া এবং বৃহত্তর ইন্দো-প্যাসিফিক অঞ্চলে চ্যালেঞ্জ মোকাবেলায় নিবিড় সহযোগিতা করার ইচ্ছা প্রকাশ করেন।

XS
SM
MD
LG