অ্যাকসেসিবিলিটি লিংক

বাংলাদেশে প্রতি তিনজনের একজন নারী পারিবারিক সহিংসতার শিকার


বাংলাদেশে নারীদের প্রতি তিনজনের একজন পারিবারিক সহিংসতার শিকার হয়ে থাকেন বলে একটি অধিকার সংস্থার গবেষণা প্রতিবেদনে উঠে এসেছে।

সম্প্রতি প্রকাশিত অ্যাকশন এইডের তৈরি করা ঐ প্রতিবেদনে বলা হয়েছে, এ সকল সহিংসতার ঘটনায় মামলা হয় মাত্র ১০ শতাংশ এবং মাত্র তিন ভাগের মতো নারী বিচার পেয়ে থাকেন। নারীদের প্রতি বেশির ভাগ সহিংসতা বাড়িতেই সংগঠিত হয় বলে উল্লেখ করে এতে বলা হয় ঘরের প্রতি তিন জনের মধ্যে দুই জন নারীই নানাভাবে পরিবারের লোকজনের দ্বারা আক্রান্ত হচ্ছেন।

প্রতিবেদনে জানানো হয়েছে সহিংসতার বিরুদ্ধে যৎসামান্য অভিযোগ দায়েরের কারণগুলোর মধ্যে রয়েছে এলাকার ক্ষমতাসীনদের বাধা এবং হস্তক্ষেপ, সুশাসনের অভাব, ঘরে নারী নিরাপত্তা নিশ্চিতে কোন সচেতনতামূলক কার্যক্রম না থাকা, মামলার ধীর গতির কারণে ভুক্তভোগীরা আইন প্রয়োগকারী সংস্থার কাছে অভিযোগ নিয়ে যেতে চায় না এবং বেশির ভাগ সময়ই ভুক্তভোগীর বিরুদ্ধে রায় হয় যা তাদের আরো সমস্যায় ফেলে দেয়।

গবেষণায় বলা হয়েছে, নারীর বিরুদ্ধে সহিংসতা সম্পর্কিত মামলাগুলোর প্রতি পাঁচটির মধ্যে চারটি মামলাই আদালতে উত্থাপিত হতে দুই বছর পর্যন্ত সময় লেগে যায়। প্রক্রিয়া শুরু হলে সহিংসতায় ভুক্তভোগীদের মধ্যে ৩ দশমিক ১ শতাংশ নিজেদের পক্ষে বিচার পায় এবং ৯৬ দশমিক ৯ শতাংশ ভুক্তভোগীর অভিযোগ আদালতে শুনানির পর্যায়ে যায় না বা গেলেও বাতিল হয়ে যায়।

নারীর প্রতি সহিংসতা নিয়ে ভয়েস অব আমেরিকার সাথে কথা বলেছেন, বাংলাদেশ মহিলা পরিষদের সভাপতি আয়েশা খানম। তাঁর কাছে প্রশ্ন ছিল নারীদের ক্ষমতায়নের ক্ষেত্রে বাংলাদেশ অনেকটা এগিয়ে গেলেও নারীরা কেন সহিংসতার শিকার হচ্ছেন। আয়েশা খানম বলেন, নারীদের সহিংসতার হাত থেকে রক্ষা করতে হলে পরিবার, সমাজ, বিচার বিভাগ এবং সরকারকে যার যার অবস্থানে থেকে এ অন্যায় রোধে কাজ করতে হবে। তবেই এর একটা সুরাহা হবে বলে তিনি মনে করেন।

please wait

No media source currently available

0:00 0:06:40 0:00

XS
SM
MD
LG