অ্যাকসেসিবিলিটি লিংক

বাংলাদেশে প্রায় ৮৯ শতাংশ শিশু সহিংসতার শিকার হচ্ছে


বাংলাদেশে প্রায় ৮৯ শতাংশ শিশু সহিংসতার শিকার হচ্ছে বলে সরকারের পরিসংখ্যান ব্যুরো বা বিবিএস এর এক জরিপে বলা হয়েছে ।

মালটিপল ইন্ডিকেটর ক্লাস্টার সার্ভে-২০১৯ শীর্ষক ওই প্রতিবেদনে বলা হয় ২০১৩ সালে শিশুদের ওপর সহিংসতার হারের তুলনায় এই হার ক্রমাগত ভাবে বাড়ছে । ২০১৩ সালে এই হার ছিল ৮২.৩ শতাংশ। জরিপের তথ্য মোতাবেক দেশে ১৫ বছরের নিচের প্রতি ১০ জনের প্রায় ৯ জন শিশুই তাদের অভিভাবক বা সেবা প্রদানকারীদের দ্বারা সহিংসতার শিকার হচ্ছে। সারাদেশে প্রায় ২৫ হাজার শিশুর অভিভাবকদের সাথে কথা বলে সহিংসতার এই তথ্য পাওয়া গেছে বলে বিবিএস জানিয়েছে । সহিংস আচরণের মানদণ্ডের ব্যাখ্যায় বলা হয়, শুধু মারধর নয়, হালকা বকাবকি কিংবা ধমককেও জরিপে আমলে নেওয়া হয়েছে। শিশুদের ওপর সহিংসতা নিয়ে ভয়েস অব অ্যামেরিকার সাথে কথা বলেছেন সমাজ বিজ্ঞানী এবং সংসদ সদস্য অধ্যাপক মাসুদা এম রশিদ চৌধুরী ।

বিশেষজ্ঞরা বলছেন শিশুদের ওপর সহিংসতা রোধে সরকারকে আইনের কঠোর প্রয়োগ নিশ্চিত করার পাশাপাশি এ বিষয়ে পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান এবং শিশুদের বিভিন্ন সেবা-দানকারী প্রতিষ্ঠান সমূহকে সচেতন করতে হবে ।

please wait

No media source currently available

0:00 0:03:19 0:00


XS
SM
MD
LG