অ্যাকসেসিবিলিটি লিংক

বাংলাদেশ সরকার ২০১৯-২০ অর্থবছরের জন্য একটি গতানুগতিক বাজেট ঘোষণা করেছে


বাংলাদেশ সরকার সুবিধাভোগী একটি বিশেষ গোষ্ঠীকে তুষ্ট করার জন্য প্রতিবছরের মত এবারও ২০১৯-২০ অর্থবছরের জন্য একটি গতানুগতিক বাজেট ঘোষণা করেছে বলে অভিযোগ করেছেন সুশীল সমাজের প্রতিনিধিরা।

শুক্রবার ঢাকায় সুশাসনের জন্য নাগরিক বা সুজন আয়োজিত বাজেট ভাবনা নিয়ে এক গোলটেবিল আলোচনায় বক্তারা প্রস্তাবিত বাজেটের এর কড়া সমালোচনা করে বাজেটকে জনমুখি করার জন্য সরকারের প্রতি আহ্বান জানান। বক্তারা খেলাপি ঋণসহ ব্যাংক ও আর্থিক খাতের শৃঙ্খলা নিয়ে সরকারের অবস্থানের সমালোচনা করে অভিযোগ করেছেন উন্নয়ন প্রকল্প নির্বাচন ও খরচের ক্ষেত্রে স্বচ্ছতা নিশ্চিত করার ব্যবস্থা নিতে সরকার ব্যর্থ হচ্ছে। এ বিষয়ে গণ সংহতি আন্দোলনের জোনায়েদ সাকি বলেন লুটপাটের ধারাবাহিকতা এই বাজেটের মধ্যেও অব্যাহত আছে । অর্থনীতিবিদ ড. আনু মুহাম্মদ বলেন উন্নয়ন প্রকল্প বলতে যা বোঝায় সেটা আমরা কার্যকরভাবে দেখতে পাচ্ছি না।

সমাজে যে আয় বৈষম্য বাড়ছে, তা কমাতে প্রস্তাবিত বাজেটে তেমন কোনও উদ্যোগ নেওয়া হয়নি বলে বক্তারা অভিযোগ করেন ।

please wait

No media source currently available

0:00 0:00:55 0:00

XS
SM
MD
LG