অ্যাকসেসিবিলিটি লিংক

ঘূর্ণিঝড় বুলবুলের তাণ্ডবে মৃতের সংখ্যা ১২


বাংলাদেশের দক্ষিণ ও দক্ষিণ পশ্চিমাঞ্চলের উপকূলীয় এলাকায় শনিবার রাতে ঘূর্ণিঝড় বুলবুলের তাণ্ডবে মৃতের সংখ্যা বেড়ে ১২ জনে দাঁড়িয়েছে বলে সোমবার সরকারের স্বাস্থ্য অধিদফতরের তরেফে জানানো হয়েছে।

বুলবুলের আঘাতে দেশের উপকূলীয় ১০টি জেলা এবং অদূরবর্তী দ্বীপ ও চর সমূহে যে ক্ষয় ক্ষতি হয়েছে তাঁর খবর ধীরে ধীরে প্রকাশ পাচ্ছে। খবরে বলা হয়েছে বুলবুলের তাণ্ডবে হাজার হাজার ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। শুধু বাগেরহাট জেলাতেই ক্ষতিগ্রস্ত ঘরবাড়ির সংখ্যা সাড়ে চুয়াল্লিশ

হাজারের বেশি বলে জেলা প্রশাসকের বরাতে সংবাদ মাধ্যমে খবর প্রিকাশিত হয়েছে। এছাড়া ঘূর্ণিঝড় বুলবুল যে সকল জেলাতে আঘাত হেনেছে সেখানে বিদ্যুৎ হীন হয়ে পড়েছেন লাখ লাখ মানুষ, হাজার হাজার হেক্টর জমির ফসল ক্ষতিগ্রস্ত হয়েছে এবং চিংড়ি ও কাঁকড়ার ঘের ভেসে গেছে। সংবাদ মাধ্যমের খবরে বলা হয়েছে এখনও অনেক ক্ষতিগ্রস্ত জায়গায় কোন ত্রাণ সহায়তা পৌঁছে নাই।

এদিকে, ক্ষমতাসীন আওয়ামী লিগ এবং বিরোধীদল বিএনপি তাদের নেতা কর্মীদের দুর্গত মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছে।

XS
SM
MD
LG