অ্যাকসেসিবিলিটি লিংক

বাংলাদেশের পুলিশ নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের সন্দেহভাজন চার সদস্যকে আটক করেছে


বাংলাদেশের পুলিশ জানিয়েছে তারা নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের সন্দেহভাজন চার সদস্যকে আটক করেছে।

পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিটের প্রধান মনিরুল ইসলাম শুক্রবার এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়ে বলেন রাজধানী ঢাকার যাত্রাবাড়ী এলাকায় বৃহস্পতিবার রাতে অভিযান চালিয়ে জঙ্গি সংগঠনটির এই চার সদস্যকে আটক করে হয়। গ্রেফতার হওয়া ব্যক্তিরা হচ্ছেন শাহীন, সাইফুল, বিপ্লব ও মামুন । এদের জঙ্গি সংগঠনটির সক্রিয় সদস্য বলে আখ্যায়িত করে মনিরুল ইসলাম বলেন পুলিশ জানতে পেরেছে পাহাড়ি এলাকায় বিশেষ ট্রেনিং শেষে নাশকতার পরিকল্পনা বাস্তবায়নের জন্য সম্প্রতি তারা ঢাকায় আসেন।

অভিযোগ রয়েছে বিভিন্ন সময়ে আনসার আল ইসলামের সদস্যরা লেখক ও ব্লগার অভিজিত রায় সহ কয়েকজন লেখক, সাহিত্যিক, প্রকাশক ও ব্লগারকে হত্যা করেছে। সংগঠনটির বিরুদ্ধে ব্যাংক লুটেরও অভিযোগ রয়েছে।

please wait

No media source currently available

0:00 0:00:46 0:00


XS
SM
MD
LG