অ্যাকসেসিবিলিটি লিংক

বেলারুশ, যুক্তরাষ্ট্র দূতাবাসের কর্মী সংখ্যা হ্রাসের আবেদন জানিয়েছে


বেলারুশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত, জুলি ফিসার সিনেটের শুনানিতে
ফাইল ছবি, ৯ই জুন, ২০২১ -রয়টার্স
বেলারুশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত, জুলি ফিসার সিনেটের শুনানিতে ফাইল ছবি, ৯ই জুন, ২০২১ -রয়টার্স

বেলারুশের প্রেসিডেন্ট লুকাশেঙ্কো'র সরকার, যুক্তরাষ্ট্রের সর্বশেষ নিষেধাজ্ঞার জবাবে ওয়াশিংটনের প্রতি সেপ্টেম্বরের ১ তারিখের মধ্যে, মিনস্কে দুতাবাসের কর্মীদের সংখ্যা ৫ জনে নামাতে অনুরোধ জানিয়েছেI বেলারুশ পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র, আনাতোল হ্লাজ এক সাক্ষাৎকারে বলেন, মন্ত্রণালয়ের ওয়েব সাইটে, ১১ই অগাস্ট আরও জানানো হয় যে, বেলারুশ সরকার, বেলারুশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত, জুলি ফিশার'র মনোনয়ন বাতিল ঘোষণা করছেI

মুখপাত্র হ্লাজ বলেন, "যুক্তরাষ্ট্রের বর্তমান প্রশাসনের ওপর আস্থা হারিয়ে আমরা সকল নুতন প্রকল্প, গ্রান্টস এবং যুক্তরাষ্ট্রের সমন্বয়ে পরিচালিত কর্মসূচির প্রতি সহযোগিতা, আমাদের আস্থা ফিরে না আসা পর্যন্ত বাতিল ঘোষণা করছি"I হ্লাজ বলেন, মিন্স্ক, ভবিষ্যতে অতিরিক্ত পদক্ষেপ নেবার অধিকার রাখবেI

২০০৮ সালের পর, বেলারুশে প্রথম একজন রাষ্ট্রদূত হিসাবে, সিনেট, জুলি ফিসারকে ২০২০ সালের ডিসেম্বরে সত্যায়ন করে, তবে বেলারুশ সরকার তাঁকে ভিসা না দেয়ায়, তিনি মিনস্কে তাঁর পদে যোগ দিতে পারেন নিI

আরএফই /আরএল/ বেলারুশ সার্ভিস

XS
SM
MD
LG