বার্লিনে অবস্থিত যুক্তরাষ্ট্র দূতাবাসে শুক্রবার সকালে এক জার্মান নাগরিক নিরাপত্তা কর্মীদের ওপরে হামলা করে এবংদাবী করে যে তার কাছে বোমাও আছে।তবে ঐ দাবী ছিল সম্পূর্ণই বানোয়াট।
২৩ বছর বয়সী ঐ যুবক একটি সুটকেসনিয়ে দূতাবাসের ভেতরে ঢোকার চেষ্টা করলে নিরাপত্তা কর্মীরাতাকে ফিরিয়ে দেয়। একপর্যায়ে ঐ যুবক নিরাপত্তা কর্মীকে ঘুষি মারলে তাকে গ্রেপ্তার করা হয়। যুবকটিনিরাপত্তা কর্মীদের জানায় যে সে বোমা ভর্তিসুটকেস প্রবেশ পথেইরেখে এসেছে।
তবে দূতাবাস এলাকায় এবং সুটকেসে তল্লাসি চালিয়ে কিছু পাওয়া যায়নি ।পুলিশের মুখপাত্র ঐ ব্যক্তিকে মানসিক ভাবে ভারসাম্যহীন বলে জানানতবে তার পরিচয় এখন প্রকাশ করা হয়েনি।