অ্যাকসেসিবিলিটি লিংক

বিচ্ছিন্ন অভিবাসী শিশু্দের তাদের পিতামাতাদের সঙ্গে একত্রিত করতে পদক্ষেপ নিচ্ছে বাইডেন প্রশাসন


হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ (ডিএইচএস) অবৈধ অভিবাসীদের জন্য ট্রাম্প প্রশাসনের শূন্য সহনশীলতা নীতির অধীনে যুক্তরাষ্ট্র-মেক্সিকো সীমান্তে বিচ্ছিন্ন পরিবারগুলিকে পুনরায় একত্রিত করতে তার মানবিক কর্তৃত্ব ব্যবহার করছে।

এই সপ্তাহের শুরুর দিকে যুক্তরাষ্ট্রের ইন্টিগ্রেন্সি টাস্কফোর্সের মাধ্যমে প্রকাশিত ২২-পৃষ্ঠার প্রতিবেদন অনুসারে, এই পদক্ষেপের কারনে কিছু অভিবাসী পিতামাতা যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে পারবে এবং ৩৬মাসের জন্য থাকতে পারবে।

একজন অভিবাসন আইনজীবি এবং অলাভজনক প্রতিষ্ঠান কিডস ইন নিড অফ ডিফেন্সের (কেআইএনডি) পরিচালক ক্রিস্টি টার্নার-হারবাস বলেন, "এটি প্রকৃতপক্ষে মানবিক প্যারোল অর্থাৎ শর্ত সাপেক্ষে মুক্তি, যেটি প্রদান করা হয় তার চেয়ে অনেক বেশি, তবে এটি স্থায়ী নয়, এটি অস্থায়ী" সন্তানদের ছাড়াই নির্বাসিত অভিভাবকদের জন্য আইনী সুযোগগুলি সীমিত। যুক্তরাষ্ট্রের আইন অনুসারে, নির্বাসনপ্রাপ্ত যে কোনও ব্যক্তি পাঁচ বছরের আগে প্রবেশ করতে পারবেনা।

XS
SM
MD
LG