অ্যাকসেসিবিলিটি লিংক

রাশিয়াকে পারমাণবিক অস্ত্র চুক্তির মেয়াদ বাড়ানোর প্রস্তাব দেয়ার পরিকল্পনা করছে বাইডেন প্রশাসন


যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা বৃহস্পতিবার জানিয়েছেন প্রেসিডেন্ট জো বাইডেনের নতুন প্রশাসন রাশিয়াকে পারমাণবিক অস্ত্র চুক্তির মেয়াদ বাড়ানোর প্রস্তাব দেয়ার পরিকল্পনা করছে।

বৃহস্পতিবার এক কর্মকর্তা জানিয়েছেন বিকেলে বাইডেনের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জেক সালিভান যুক্তরাষ্ট্রে রাশিয়ার রাষ্ট্রদূত আনাতোলি অ্যান্টোনভের কাছে এই প্রস্তাব দেওয়ার জন্য প্রস্তুত ছিলেন। এই পদক্ষেপটি সম্ভবত মস্কো এবং ইউরোপে যুক্তরাষ্ট্রের মিত্ররা স্বাগত জানাবে।

ন্যাটো মহাসচিব ইয়েন স্টোলটেনবার্গ বৃহস্পতিবার বলেন, যুক্তরাষ্ট্র এবং রাশিয়ার উচিত এই চুক্তিটির মেয়াদ বৃদ্ধি করা এবং আরও সম্প্রসারিত করা।

স্টোলটেনবার্গ ব্রাসেলসে সাংবাদিকদের বলেন, "আমাদের এমন পরিস্থিতি সৃষ্টি করা উচিত নয় যা সীমাহীন পারমাণবিক অস্ত্র তৈরির সুযোগ দেবে। অস্ত্র নিয়ন্ত্রণকে আরও জোরদার করার আমাদের প্রয়াসের এটিই শুরু।

যুক্তরাষ্ট্রের প্রাক্তন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প এই চুক্তিতে বাধা দিয়েছিলেন এই যুক্তি দিয়ে যে যুক্তরাষ্ট্রকে অসুবিধায় ফেলবে এই চুক্তি।

XS
SM
MD
LG