অ্যাকসেসিবিলিটি লিংক

যুক্তরাষ্ট্রে দাসপ্রথা অবসান স্মরণে নতুন সরকারী ছুটির আইনে স্বাক্ষর করেছেন বাইডেন


যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রে দাসপ্রথা অবসান স্মরণে নতুন একদিনের সরকারী ছুটির জন্য একটি আইনে স্বাক্ষর করেছেন।

প্রতি বছর জুনের ১৯ তারিখে জুনটিন্থ জাতীয় স্বাধীনতা দিবস পালিত হবে।

প্রেসিডেন্ট আব্রাহাম লিংকন মুক্তির ঘোষণা স্বাক্ষর করার ২-৩ বছর পর ইউনিয়ন সৈন্যরা ১৮৬৫ সালে টেক্সাসের গ্যালভাস্টন শহরে একদল কৃষ্ণাঙ্গ দাসকে তাদের মুক্তির কথা জানিয়েছিল। সেই দিনটিকে উপলক্ষ করে যুক্তরাষ্ট্রের অনেক রাজ্যে ইতিমধ্যে জুনটিন্থকে ছুটির দিন হিসাবে গণনা করা হয়।

১৯৮৩ সালে মার্টিন লুথার কিং জুনিয়র ডে ছুটি ঘোষণা হওয়ার পর এটিই প্রথম অন্যান্য ১০টি সরকারী ছুটির সঙ্গে যুক্ত হলো।

মঙ্গলবার সেনেটে সর্বসম্মত অনুমোদনের পর এবং বুধবার ৪১৫-১৪ ভোটে প্রতিনিধি পরিষদে আইনটি পাস হবার পর ছুটি তৈরির আইনটি বাইডেনের ডেস্কে পৌঁছে।

XS
SM
MD
LG