অ্যাকসেসিবিলিটি লিংক

ইরান পরমাণু চুক্তি বিষয়ে, প্রেসিডেন্ট বাইডেন, তাঁর সিদ্ধান্তে অনড় 


প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, ইরান যতদিন, ২০১৫ সালে সম্পাদিত চুক্তিতে বর্ণিত ইউরেনিয়াম সমৃদ্ধকরণ মাত্রায় ফিরে না যাবে, যুক্তরাষ্ট্র ততোদিন, ইরানের ওপর থেকে অর্থনৈতিক নিষেধাজ্ঞা প্রত্যাহার করবে নাI পরমাণু অস্ত্র নির্মাণ প্রতিরোধে সেই মাত্রা বেঁধে দেয়া হয়েছিলI

প্রাক্তন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, যে চুক্তি থেকে ২০১৮ যুক্তরাষ্ট্রকে প্রত্যাহার করে নিয়েছিলেন, প্রেসিডেন্ট বাইডেন, শর্ত মানা সাপেক্ষে, সেই চুক্তিতে পুনরায় যোগ দেবার ইচ্ছা ব্যক্ত করেছেনI

২০১৫ সালে স্বাক্ষরিত, ইরান পরমাণু চুক্তি অনুযায়ী, ইউরেনিয়াম সমৃদ্ধকরণের মাত্রা ধার্য্য করা হয়েছিল, ৩.৬৭ শতাংশে, তবে, ইরান তা ৪.৫ শতাংশে নিয়ে যায় এবং গত বছর আরো ২০ শতাংশ বৃদ্ধি করেI

ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতোল্লাহ আলী খামেনেয়ী, টেলিভিশনে ভাষণে বলেন, "ইরানকে যদি সেই প্রতিশ্রুতি মানতে হয়, তবে যুক্তরাষ্ট্রকে ইরানের বিরুদ্ধে আরোপিত সব নিষেধাজ্ঞা প্রথমে তুলে নিতে হবে; আমরা সব নিষেধাজ্ঞা সঠিকভাবে তোলা হয়েছে কিনা, পর্যালোচনা করে আমাদের প্রতিশ্রুতি রাখবো"I



XS
SM
MD
LG