অ্যাকসেসিবিলিটি লিংক

শুক্রবার প্রেসিডেন্ট বাইডেন, জি-৭ দেশভুক্ত নেতাদের সঙ্গে ভার্চুয়াল সম্মেলনে যোগ দেবেন 


হোয়াইট হাউস বিবৃতিতে জানানো হয়, প্রেসিডেন্ট বাইডেন জি-৭ দেশভুক্ত নেতাদের সঙ্গে ভার্চুয়াল সম্মেলনে করোনা পরিস্থিতি, বিশ্ব অর্থনীতি ও দলগতভাবে চীনের সঙ্গে মোকাবেলা নিয়ে আলোচনা করবেনI বিবৃতিতে বলা হয়, প্রেসিডেন্ট বাইডেন কভিড-১৯ ভ্যাকসিন উৎপাদন ও বিতরণে বিশ্বের সাড়া, এই রোগের হুমকির বিরুদ্ধে অব্যাহত প্রয়াস এবং স্বাস্থ্য নিরাপত্তার অর্থায়ন সম্পর্কিত বিষয় নিয়ে মতবিনিময় করবেনI

প্রেসিডেন্ট বাইডেন, যিনি একজন ডেমোক্রাট, ২০শে জানুয়ারী, প্রাক্তন রিপাবলিকান দলীয় প্রেসিডেন্টের স্থলাভিষিক্ত হয়ে, বিশ্বের কাছে এবং বিশ্ব সংস্থাগুলির সঙ্গে পুনরায় সম্পৃক্ত হওয়ার প্রথম অগ্রাধিকার বার্তা পৌঁছিয়ে দেনI

সেমতাবস্থায় তিনি, ইতিমধ্যেই বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও প্যারিস জলবায়ু চুক্তিতে যোগ দিয়েছেন এবং চীনের সঙ্গে গুরুত্বপূর্ণ বিষয়ে বিশ্ব নেতাদের সঙ্গে একত্রে কাজ করার ইচ্ছা ব্যক্ত করেছেনI

XS
SM
MD
LG