অ্যাকসেসিবিলিটি লিংক

অস্ট্রেলিয়ার কাছে সাবমেরিন বিক্রিতে সৃষ্ট উত্তেজনা লাঘবের উদ্দেশ্যে অক্টোবরে বাইডেন-ম্যাক্রঁ বৈঠক


ফাইল - ইউএস নেভি দ্বারা প্রদত্ত গুয়ামের যুক্তরাষ্ট্রের নৌ ঘাঁটিতে একটি দ্রুত আক্রমণকারী সাবমেরিনের ছবি। ১৯ আগস্ট, ২০২১।
ফাইল - ইউএস নেভি দ্বারা প্রদত্ত গুয়ামের যুক্তরাষ্ট্রের নৌ ঘাঁটিতে একটি দ্রুত আক্রমণকারী সাবমেরিনের ছবি। ১৯ আগস্ট, ২০২১।

বুধবার টেলিফোনে কথা বলার পর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন এবং ফ্রান্সের প্রেসিডেন্ট ইম্যানুয়েল ম্যাক্রঁ ইউরোপে প্রত্যক্ষ সাক্ষাৎ করতে সম্মত হয়েছেন। এই দুই নেতা টেলিফোন আলাপে উচ্চ-পর্যায়ের সাবমেরিন চুক্তি নিয়ে সৃষ্ট উত্তেজনা লাঘব করার প্রয়াস নিতে সহমত হন।

ফোন আলাপের পর হোয়াইট হাউজের এক বিবৃতিতে চুক্তিটি যেভাবে পরিচালনা করা হয়েছে সে বিষয়ে দুঃখ প্রকাশ করা হয়।ঐ চুক্তি অনুযায়ী যুক্তরাষ্ট্র এবং ব্রিটেন অস্ট্রেলিয়ার কাছে অন্তত আটটি পরমাণু-চালিত সাবমেরিন বিক্রি করবে।ঐ চুক্তির কারণে ফ্রান্সের সঙ্গে ২০১৬ সালে করা ৬৬ হাজার কোটি ডলারের চুক্তি বাতিল করে দেয় ক্যানবেরা।ঐ চুক্তি মোতাবেক ফ্রান্সের সংখ্যাগরিষ্ঠ রাষ্ট্রীয় মালিকানাধীন নেভাল গ্রুপের কাছ থেকে ১২টি প্রচলিত ডিজেল-বৈদ্যুতিক সাবমেরিন কেনার কথা ছিল।

হোয়াইট হাউসের ওভাল অফিস থেকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইম্যানুয়েল ম্যাক্রঁর সঙ্গে টেলিফোনে কথা বলছেন।২২ সেপ্টেম্বর ২০২১।
হোয়াইট হাউসের ওভাল অফিস থেকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইম্যানুয়েল ম্যাক্রঁর সঙ্গে টেলিফোনে কথা বলছেন।২২ সেপ্টেম্বর ২০২১।

হোয়াইট হাউজের বিবৃতিতে বলা হয়েছে, "দুই নেতা সম্মত হয়েছেন যে ফ্রান্স এবং আমাদের ইউরোপীয় অংশীদারদের কৌশলগত স্বার্থের বিষয়ে মিত্রদের মধ্যে খোলাখুলি আলোচনা করলে পরিস্থিতি ভালো হত।"

এতে বলা হয়, "প্রেসিডেন্ট বাইডেন সেই বিষয়ে তার চলমান প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন।"

অক্টোবরের শেষে এই দুই প্রেসিডেন্টের মধ্যে বৈঠক হবে, সেই সময়ে দুজনেরই রোমে গ্রুপ ২০ ‘এর সম্মেলনে যোগ দেওয়ার কথা রয়েছে।

হোয়াইট হাউজ বলেছে, "দুই নেতা গভীর পরামর্শের একটি প্রক্রিয়া চালু করার সিদ্ধান্ত নিয়েছেন যার লক্ষ্য আস্থা নিশ্চিত করার শর্ত তৈরি করা এবং অভিন্ন লক্ষ্য নিয়ে সে বিষয়ে মজবুত পদক্ষেপগুলো প্রস্তাব করা।" বিবৃতিতে বিস্তারিতভাবে আর কিছু বলা হয়নি।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন এবং ফ্রান্সের প্রেসিডেন্ট ইম্যানুয়েল ম্যাক্রঁ ইংল্যান্ডের কার্বিস বে-তে জি৭ শীর্ষ সম্মেলনে একটি পূর্ণাঙ্গ অধিবেশনের সময় প্রতিক্রিয়া জানাচ্ছেন।১৩ জুন ২০২১।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন এবং ফ্রান্সের প্রেসিডেন্ট ইম্যানুয়েল ম্যাক্রঁ ইংল্যান্ডের কার্বিস বে-তে জি৭ শীর্ষ সম্মেলনে একটি পূর্ণাঙ্গ অধিবেশনের সময় প্রতিক্রিয়া জানাচ্ছেন।১৩ জুন ২০২১।


অস্ট্রেলিয়ার সাবমেরিন চুক্তি ঘোষণার পর ম্যাক্রঁ ওয়াশিংটনে ফ্রান্সের রাষ্ট্রদূত ফিলিপ ইটিয়েনকে প্যারিসে ডেকে পাঠান। তবে হোয়াইট হাউজজানিয়েছে যে ম্যাক্রঁ সিদ্ধান্ত নিয়েছেন যে ইটিয়েন আগামী সপ্তাহে ফিরে আসবেন এবং "তারপর যুক্তরাষ্ট্রের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে নিবিড় ভাবে কাজ শুরু করবেন।"

অস্ট্রেলিয়ার সঙ্গে সাবমেরিন চুক্তি হারানোর কারণে ফ্রান্স হতাশ হয়ে পড়ে।কিন্তু ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী জাঁ-ইভ লে ড্রিয়ো গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। সবচেয়ে পুরনো মিত্রের কাছ থেকে এমন পদক্ষেপকে তিনি "প্রতারণা" হিসেবে আখ্যায়িত করেছেন।

XS
SM
MD
LG