অ্যাকসেসিবিলিটি লিংক

বাইডেন ও পুতিন শুরু করলেন বহুল প্রতীক্ষিত শীর্ষ বৈঠক


যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন জিনিভায় তাঁদের মধ্যকার বহুল-প্রতীক্ষিত বৈঠক শুরু করেছেন। এই বৈঠকের জন্য সুইস রাজধানী জিনিভাকে বেছে নেয়া হয়, শহরটির রাজনৈতিক নিরপেক্ষতার ইতিহাসের জন্য। তাঁদের বৈঠকের শুরুতে যেখানে আমেরিকান ও রুশ মিডিয়ার মধ্যে হুড়োহুড়ি পড়ে যায়, সংবাদদাতাদের সামনেই তাঁরা পরস্পরকে ধন্যবাদ জানান।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন জিনিভায় তাঁদের মধ্যকার বহুল-প্রতীক্ষিত বৈঠক শুরু করেছেন। এই বৈঠকের জন্য সুইস রাজধানী জিনিভাকে বেছে নেয়া হয়, শহরটির রাজনৈতিক নিরপেক্ষতার ইতিহাসের জন্য। তাঁদের বৈঠকের শুরুতে যেখানে আমেরিকান ও রুশ মিডিয়ার মধ্যে হুড়োহুড়ি পড়ে যায়, সংবাদদাতাদের সামনেই তাঁরা পরস্পরকে ধন্যবাদ জানান।

পুতিন একজন দোভাষীর মাধ্যমে বলেন, “মি প্রেসিডেন্ট, আজকের এই বৈঠকের উদ্যোগ নেয়ার জন্য আপনাকে ধন্যবাদ। আমি জানি, আপনি দীর্ঘ সফরে রয়েছেন”। তিনি আরও বলেন,“যুক্তরাষ্ট্র ও রাশিয়ার সম্পর্কে অনেকগুলো বিষয় সম্পৃক্ত রয়েছে যার জন্য এই উচ্চ পর্যায়ের বৈঠক এবং আমি আশা করি আমাদের বৈঠক ফলপ্রসু হবে।

বাইডেন সৌজন্য প্রদর্শন করে ধন্যবাদ জানান এবং বলেন , “যেমনটি আমি বাইরেও বলেছি, সামনাসামনি বসাটা সব সময়ই ভালো”। উভয় পক্ষই সহযোগিতার সুযোগের উপরই জোর দিচ্ছেন তবে মস্কো ও ওয়াশিংটনের মধ্যে উত্তেজনাপূর্ণ সম্পর্ক উন্নয়নের আশা সম্পর্কে তেমন কিছু বলছেন না। মনে করা হচ্ছে এই বৈঠক হবে অভিযোগগুলো তুলে ধরার ক্ষেত্র, ঠিক উল্লেখযোগ্য কোন সমঝোতায় পৌঁছুনোর ক্ষেত্র নয়।

পুতিন স্থানীয় সময়ে বেলা একটায় জিনিভায় পৌঁছুনোর পরই শীর্ষ বৈঠক স্থলে চলে যান । তার অল্প পরেই সেখানে বাইডেন আসেন। উভয়ই পরস্পরের সঙ্গে করমর্দন করেন।

XS
SM
MD
LG