অ্যাকসেসিবিলিটি লিংক

৯২টি দেশকে ফাইজার ভ্যাকসিনের ৫০ কোটি ডোজ দান করবে যুক্তরাষ্ট্র


ব্রিটেনে জি-7 শীর্ষ সম্মেলনের আগে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেন যে তার প্রশাসন ৯২টি নিম্ন ও মধ্যম আয়ের দেশে ফাইজার ভ্যাকসিনের ৫০ কোটি ডোজ দান করবে।

বাইডেন কর্নওয়ালে বলেন, ‘ভ্যাকসিন দ্রুত উত্পাদনের পর এই পঞ্চাশ কোটি টিকা আগস্টে পাঠানো শুরু হবে। বাইডেন আরও বলেন, ২০ কোটি ডোজ সরবরাহ করা হবে বছরের শেষ দিকে এবং ৩০ কোটি ডোজ সরবরাহ করা হবে ২০২২ সালের প্রথমদিকে।

বাইডেন বলেন,"ভ্যাকসিন অনুদানের সঙ্গে কোন প্রকার সুযোগ সুবিধা বা সম্ভাব্য ছাড়ের সম্পৃক্ততা নেই। আমরা জীবন বাঁচাতে, এই মহামারীর অবসান ঘটাতে এটি করছি।"

ফাইজারের নির্বাহী পরিচালক অ্যালবার্ট বোর্লা বলেন, "আমরা করোনার নতুন প্রকরণের বিরুদ্ধে আমাদের ভ্যাকসিনের প্রতিক্রিয়া পরীক্ষা করছি,।" তিনি জানান এখনও পর্যন্ত কোনও প্রকরণ এই ভ্যাকসিনের সুরক্ষার বাইরে নেই। তিনি জানান যুক্তরাষ্ট্র ভ্যাকসিন সংগ্রহকারী হিসাবে আখ্যায়িত হতে চায় না।

XS
SM
MD
LG