অ্যাকসেসিবিলিটি লিংক

টাইগ্রে অঞ্চলের মানবিক সঙ্কট মোচনে, প্রেসিডেন্ট বাইডেনের উদ্যোগ 


ইথিওপিয়ার টাইগ্রে অঞ্চলের মানবিক সঙ্কটে প্রেসিডেন্ট বাইডেন গভীর উদ্বেগ প্রকাশ করেছেন, যেখানে হাজার হাজার লোকের মৃত্যু এবং গভীর মানবিক সঙ্কটের সৃষ্টি হয়েছেI
প্রেসিডেন্ট বাইডেন, ইথিওপিয়ার প্রধানমন্ত্রী, আবি আহমেদের কাছে তাঁর উদ্বেগের কথা জানাতে সেনেটর, ক্রিস কুন্সকে ইথিওপিয়া পাঠাচ্ছেনI

যুক্তরাষ্ট্র সরকার জানিয়েছে, এই অঞ্চলের সঙ্কট মোচনে অতিরিক্ত সহায়তা বাবদ, যুক্তরাষ্ট্র প্রায় ৫ কোটি ২০ লক্ষ ডলার অর্থ সহায়তা দেবেI যুক্তরাষ্ট্র সরকার সেখানে বৈরিতা অবসানের আবেদন জানায়I পররাষ্ট্রমন্ত্রী এন্টোনি ব্লিঙ্কেন এক বিবৃতিতে বলেন, রাজনৈতিক সমাধান ছাড়া সেখানকার পরিস্থিতি আরো সঙ্কটজনক হয়ে উঠবেI

XS
SM
MD
LG