অ্যাকসেসিবিলিটি লিংক

বাইডেন বলেছেন সকল আমেরিকানের জন্য প্রযোজ্য অর্থনীতি গড়ে তুলবেন


U.S. President-elect Joe Biden
U.S. President-elect Joe Biden

যুক্তরাষ্ট্রের নব নির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেন মঙ্গলবার এই সংকল্প ব্যক্ত করেন যে ২০ শে জানুয়ারী তাঁর ক্ষমতা গ্রহণের সময় থেকে তিনি এমন এক নতুন আমেরিকান অর্থনীতি গড়ে তুলবেন যা সকল আমেরিকানের জন্য কার্যকর হবে। বাইডেন তাঁর নিজের শহর ডেলাওয়ারের উইলমিংটনে বলেন, “ আমি জানি সময় খুব কঠিন কিন্তু আমি আপনাদের জানাতে চাই যে সাহায্য পথেই রয়েছে। তিনি ফেডারেল রিজার্ভের সাবেক চেয়ারপার্সন জ্যানেট ইয়েলেনকে অর্থ মন্ত্রী পদে মনোনীত এবং অন্যান্য অর্থনৈতিক উপদেষ্টাদের পরিচিতি দানকালে এ কথা বলেন।

যুক্তরাষ্ট্রের নব নির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেন মঙ্গলবার এই সংকল্প ব্যক্ত করেন যে ২০ শে জানুয়ারী তাঁর ক্ষমতা গ্রহণের সময় থেকে তিনি এমন এক নতুন আমেরিকান অর্থনীতি গড়ে তুলবেন যা সকল আমেরিকানের জন্য কার্যকর হবে। বাইডেন তাঁর নিজের শহর ডেলাওয়ারের উইলমিংটনে বলেন, “ আমি জানি সময় খুব কঠিন কিন্তু আমি আপনাদের জানাতে চাই যে সাহায্য পথেই রয়েছে। তিনি ফেডারেল রিজার্ভের সাবেক চেয়ারপার্সন জ্যানেট ইয়েলেনকে অর্থ মন্ত্রী পদে মনোনীত এবং অন্যান্য অর্থনৈতিক উপদেষ্টাদের পরিচিতি দানকালে এ কথা বলেন।

বাইডেন কংগ্রেসকে বলেন জানুয়ারিতে নব নির্বাচিত বিধায়করা তাদের দায়িত্ব নেয়ার আগেই ডিসেম্বরেই যেন কংগ্রেস সদস্যরা বড় রকমের ত্রাণ প্যাকেজ অনুমোদন করেন। শ্রমিক ও ব্যবসাজীবিদের জন্য দেয় ত্রাণ প্যাকেজ কয়েক মাস ধরে অনুমোদনের অপেক্ষায় রয়েছে কারণ এ নিয়ে কংগ্রেসে অচলাবস্থা সৃষ্টি হয়েছে। তিনি বলেন তাঁর অর্থনৈতিক উপদেষ্টাদের টিম এ অবস্থাথেকে সকলের উদ্ধারের উপায় তৈরি করবে এবং অর্থনীতিকে আবার চাঙ্গা করে তুলবে।

অর্থমন্ত্রী পদে ইয়েলেন সেনেটের অনুমোদন পেলে তিনি হবেন যুক্তরাষ্ট্রের ২৩১ বছরের ইতিহাসে প্রথম নারী যিনি অর্থ বিভাগ পরিচালনা করবেন। ইয়েলেন ছাড়াও তিনি নীরা ট্যান্ডেনকে সরকারের বাজেট ও ব্যবস্থপনা দপ্তরের পরিচালক পদে নিয়গের ঘোষণা দেন। নীরা বর্তমানে সেন্টার ফর আমেরিকান প্রগ্রেস নামের ওয়াশিংটনের একটি উদারপন্থি গবেষণা ও তদ্বির গোষ্ঠির প্রেসিডেন্ট ।

XS
SM
MD
LG