অ্যাকসেসিবিলিটি লিংক

যুক্তরাষ্ট্রে নির্বাচনের আগে দুই প্রার্থীর সর্বাত্মক নির্বাচনী প্রচারণা 


যুক্তরাষ্ট্রে নির্বাচনের ঠিক আগে,প্রেসিডেন্ট ট্রাম্প ও জো বাইডেন দক্ষিণ পূর্বাঞ্চলীয় রাজ্য,
ফ্লোরিডায় জোর নির্বাচনী তৎপরতা চালানI ১৯৯৬ সাল থেকে ফ্লোরিডা রাজ্য যে প্রার্থীর অনুকূলে গেছে, তিনিই জয়ী হয়েছেনI কারণ নির্বাচনে জয়ী হতে ,যে ২৭০টি ইলেক্টোরাল ভোটের প্রয়োজন হয়, তার ২৯টি চলে আসে ফ্লোরিডা বিজয়েI

প্রেসিডেন্ট ট্রাম্প, বৃহস্পতিবার প্রচারণা শুরু করেন ফ্লোরিডা,রট্যাম্পাতে, তারপর তিনি বিকেলে উত্তর ক্যারোলাইনার ৱ্যালিতে যোগ দেনI অন্যদিকে জো বাইডেন প্রচারণা শুরু করেন ফ্লোরিডা'র ব্রওয়ার্ড কাউন্টির সমাবেশের মাধ্যমে এবং সন্ধ্যায় তিনি ট্যাম্পায় প্রচারণায় যোগ দেনI

'রিয়েল ক্লিয়ার পলিটিক্স'র জরিপ অনুযায়ী প্রেসিডেন্ট ট্রাম্প, মিশিগান, পেনসিলভানিয়া এবং উইসকনসিনে বাইডেনের চাইতে পিছিয়ে রয়েছেনI তবে ফ্লোরিডা ও উত্তর কারোলাইনায় তাদের অবস্থান সমানে সমানI

XS
SM
MD
LG