অ্যাকসেসিবিলিটি লিংক

বাইডেনের অবকাঠামো বিল নিয়ে উদ্বেগ ও সংশয় 


প্রেসিডেন্ট বাইডেন ও একদল দ্বিদলীয় সেনেটররা, বৃহস্পতিবার আগামী ৮ বছরের জন্য ১.২ ট্রিলিয়ন ডলার অবকাঠামো বিল অনুমোদনের ঘোষণা দিয়েছিলেন, যাকে দ্বিদলীয় এক বিজয় বলে উল্লেখ করা হয়েছিলI তারা দাবি করেছিলেন কেন্দ্রীয় ঘাটতি সম্প্রসারণ না করে, কংগ্রেস বড় বড় চ্যালেঞ্জের সমাধান দিতে পারে এবং তাদের জন্য এটা ছিল এক স্বর্ণালী মুহূর্তI রিপাবলিকান দলীয় সেনেটর, সুসান কলিন্স এই প্যাকেজ সম্পর্কে বলেন, "আমরা প্যাকেজটির মূল্য, কাজের পরিধি এবং কি করে তা শোধ করা হবে, তিনটি বিষয়েই সম্মত হয়েছি, যা সহজ ছিল না, তবে প্রয়োজনীয় ছিল"I

তবে সংবাদ সম্মেলনে সেই ঘোষণা দেবার মাত্র কয়েকদিন পরেই, চুক্তিটির প্রতি দ্বিদলীয় সমর্থন কমতে শুরু করেছেI রাজস্ব বিশেষজ্ঞরা পরীক্ষা শেষে অবকাঠামো উদ্যোগের অর্থ প্রদানের হিসেবে-নিকেষকে লোক-দেখানো ও ভাওতাবাজি বলে উল্লেখ করেছেনI তারা জানান কংগ্রেসনাল বাজেট অফিসের সুক্ষ বিশ্লেষণে বিলটি পরিত্যক্ত হতে পারেI

প্রেসিডেন্ট বাইডেনের সমর্থনকারী রিপাবলিকান দলের সদস্যসহ সকল রিপাবলিকান সেনেটররা শুক্রবার, প্রেসিডেন্ট বাইডেনের সংবাদ সম্মেলনে দেয়া মন্তব্যের প্রতি ক্ষোভ প্রকাশ করেন এবং বলেন সমর্থন দেয়ার বিষয়টি তারা পুনর্বিবেচনা করবেনI প্রেসিডেন্ট বাইডেন মন্তব্য করেছিলেন, "এই বিলে কোন দলই যা চেয়েছিলো তা পায় নি, এবং সেটাই হোল সমঝোতা"I

XS
SM
MD
LG