অ্যাকসেসিবিলিটি লিংক

যুক্তরাষ্ট্রের দুই শীর্ষ কূটনীতিক, এশিয়া সফরের প্রথম পর্যায়ে টোকিও এসে পৌঁছেছেন


Blinken and Austin
Blinken and Austin

যুক্তরাষ্ট্রের দুই শীর্ষ কূটনীতিক, পররাষ্ট্রমন্ত্রী, এন্টোনি ব্লিঙ্কেন ও প্রতিরক্ষামন্ত্রী, লয়েড অস্টিন আন্তঃপ্রশান্ত মহাসাগরীয় অংশীদারিত্ব জোরদার করার লক্ষ্যে, আঞ্চলিক মিত্রদের সঙ্গে আলোচনার জন্য, সোমবার টোকিওতে এসে পৌঁছানI তাদের আলোচনায় এই অঞ্চলে চীনের সম্ভব্য আগ্রাসী মনোভাব এবং উত্তর কোরিয়ার নীরবতার মতো বিষয়গুলি প্রাধান্য পাবেI

এই অঞ্চলে ৪ দিনের সফরে তাঁরা, সউলও সফর করবেনI এরা দুজন হচ্ছেন বিদেশে প্রথমবারের ভ্রমণরত, বাইডেন প্রশাসনের শীর্ষ দুই কর্মকর্তাI বুধবার সউল'র উদ্দেশ্যে রওয়ানা হবার আগে তাঁরা জাপানের প্রতিপক্ষ দুই কর্মকর্তা, পররাষ্ট্রমন্ত্রী, তোশিমিৎসু মোতেগী এবং প্রতিরক্ষামন্ত্রী, নোবু কিশি.র সঙ্গে বৈঠকে মিলিত হবেনI

দি ওয়াশিংটন পোস্ট পত্রিকায় এক বিবৃতিতে ব্লিঙ্কেন ও অস্টিন বলেছেন, যুক্তরাষ্ট্র, আমাদের মিত্র ও অংশীদারদের সঙ্গে সম্পর্ক পুনরুজ্জীবিত করতে একটি বড় ধরণের উদ্যোগ নিতে চলেছেI

XS
SM
MD
LG