অ্যাকসেসিবিলিটি লিংক

পররাষ্ট্রমন্ত্রী ব্লিঙ্কেন, টাইগ্রে অঞ্চলের বর্বরতার নিন্দা জানিয়েছেন


যুক্তরাষ্ট্র পররাষ্ট্রমন্ত্রী এন্টোনি ব্লিঙ্কেন, ইথিওপিয়ার টাইগ্রে অঞ্চলে সংগঠিত বর্বরতার নিন্দা জানিয়েছেন এবং আফ্রিকি ইউনিয়ন ও আন্তর্জাতিক অংশীদারদের প্রতি এই গভীর সঙ্কটের সমাধানে সহায়তা চেয়েছেনI পররাষ্ট্রমন্ত্রী ব্লিঙ্কেন'র বিবৃতিতে ইথিওপিয়া ও পার্শবর্তী ইরিত্রিয়ার এই মানবিক সঙ্কটে তাদের ভূমিকার প্রতি হতাশা ব্যক্ত করা হয়I

মানবাধিকার সংস্থা, অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল'র রিপোর্টে, ইরিত্রিয়ার সেনাবাহিনীকে ২৪ ঘন্টায় কয়েক শত টাইগ্রে'র জনগণকে হত্যার জন্য দোষারোপ করা হয়, যা মানবতা বিরুদ্ধে সম্ভব্য এক অপরাধ বলে রিপোর্টে উল্লেখ করা হয়েছেI তবে ইরিত্রিয়া সরকার এসব অভিযোগ অস্বীকার করেছেI

XS
SM
MD
LG