অ্যাকসেসিবিলিটি লিংক

 ব্লিংকেন জি-৭ সম্মেলন এবং দক্ষিণ পূর্ব এশিয়া সফরে যাচ্ছেন


যুক্তরাষ্ট্র পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন, স্টকহমে ইউরোপের নিরাপত্তা ও সহযোগিতা সংস্থা (ও এসসিই) এর মন্ত্রিসভা কাউন্সিলে সংবাদ সম্মেলনে ভাষণ দিচ্ছেন,ফাইল ছবি ২রা ডিসেম্বর, ২০২১, ছবি/জনাথন নেকস্ট্র্যান্ড/এএফপি

যুক্তরাষ্ট্র তার ইন্দো প্রশান্ত মহাসাগরীয় অর্থনৈতিক কৌশল এগিয়ে নিয়ে যাওয়ার পরিকল্পনা নেয়াতে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন এসোসিয়েশন অফ সাউথ-ঈস্ট এশিয়ান নেশনস বা আসিয়ান ভুক্ত দেশের পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে সরাসরি একাধিক আলোচনা-বৈঠকের জন্য প্রস্তুতি নিচ্ছেন।

পররাষ্ট্র দপ্তর বুধবার এক বিবৃতিতে জানায়, ব্লিংকেন ডিসেম্বরের ৯ থেকে ১৭ তারিখের মধ্যে যুক্তরাজ্য, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া,থাইল্যান্ড ও হাওয়াই সফর করবেন।

এ সপ্তাহের শেষে ব্রিটেনের ব্রিস্টল সিটিতে অনুষ্ঠিতব্য জি-৭ পররাষ্ট্র ও উন্নয়নমন্ত্রীদের বৈঠকে এই প্রথমবারের মতো আসিয়ান সদস্যরা যোগ দিচ্ছেন।জি-৭ বিশ্বের সবচাইতে ধনী দেশগুলোর গ্ৰুপ, যা সাধারণত "গ্রুপ অব সেভেন" নামে পরিচিত।

পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন, আগামী সপ্তাহে এশিয়া-প্যাসিফিক সম্মেলনে যোগ দেয়ার আগে জি-সেভেন সম্মেলনে আগত দক্ষিণপূর্ব এশিয়া ব্লকের পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে মিলিত হবেন।

জাকার্তায় তিনি ইন্দো প্রশান্ত মহাসাগরীয় এলাকার তাৎপর্য সম্পর্কে মন্তব্য রাখবেন এবং যুক্তরাষ্ট্র ও ইন্দোনেশিয়ার কৌশলগত অংশীদারিত্বের প্রয়োজনীয়তার প্রতি গুরুত্ব আরোপ করবেন।

যুক্তরাষ্ট্রের এই শীর্ষ কূটনীতিক পরে মালয়েশিয়া ও থাইল্যান্ড সফর করবেন এবং দেশগুলোর সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ক উন্নয়নের প্রয়াস এবং কভিড-১৯, অটল সরবরাহ ব্যবস্থা, জলবায়ু সঙ্কট এবং মুক্ত ও অবাধ ইন্দো প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল নিশ্চিত করাসহ নানাবিধ অভিন্ন চ্যালেঞ্জ নিয়ে বক্তব্য রাখবেন।

পররাষ্ট্র দপ্তর থেকে জানানো হয়, ব্লিংকেন প্রতিটি দেশ সফরকালে বর্মা বা মিয়ানমারের “ক্রম অবনতিশীল সঙ্কটজনক পরিস্থিতির ওপর আলোকপাত করবেন। সে দেশে ফেব্রুয়ারী মাসে অসামরিক সরকারকে উৎখাত করে সামরিক বাহিনী ক্ষমতা দখল করে।

XS
SM
MD
LG