অ্যাকসেসিবিলিটি লিংক

পররাষ্ট্রমন্ত্রী ব্লিঙ্কেন, আফগান নেতাদের যুক্তরাষ্ট্রের পরিবর্তিত নীতি বোঝাবার চেষ্টা করেছেন 


যুক্তরাষ্ট্র পররাষ্ট্রমন্ত্রী, এক অঘোষিত আফগান সফরে, নেতাদের আসন্ন যুক্তরাষ্ট্রের সকল সেনা প্রত্যাহারের বিষয়টি বোঝাবার চেষ্টা করেছেনI তিনি তাদের পুনরায় আশ্বাস দিয়ে বলেন, যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী যে দেশটিতে ২০০১ সাল থেকে সুরক্ষায় নিয়োজিত ছিল, সেখানে যুক্তরাষ্ট্র এখনো প্রতিশ্রূতিবদ্ধ থাকবেI সেই প্রতিশ্রূতি প্রদর্শনে, আমি ইসলামী আফগান প্রজাতন্ত্র ও জনগণের কাছে এসেছি. আমাদের বন্ধুত্ব পরিবর্তনশীল হতে পারে, তবে তা হবে দীর্ঘস্থায়ীI

এর জবাবে, আফগানিস্তানের প্রেসিডেন্ট,আশরাফ ঘানি যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর উৎসর্গের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেনI তিনি বলেন আমরা এই সিদ্ধান্তের প্রতি শ্রদ্ধা জানাই এবং আমরা, আমাদের অগ্রাধিকার বিষয়গুলির পুনর্বিন্যাস ঘটাবোI

পরে সংবাদ সম্মেলনে ব্লিঙ্কেন বলেন,আফগানিস্তান থেকে শুরু হওয়া, অন্য যে কোনো সন্ত্রাসী হামলা প্রতিহত করতে, যুক্তরাষ্ট্র সহায়তার হাত বাড়াবেI

XS
SM
MD
LG