অ্যাকসেসিবিলিটি লিংক

যুক্তরাষ্ট্র পররাষ্ট্রমন্ত্রীর ইউরোপ সফর 


যুক্তরাষ্ট্র পররাষ্ট্রমন্ত্রী, এন্টোনি ব্লিঙ্কেন, সোমবার ব্রাসেলসে এসে পৌঁছানI তাঁর সফরের লক্ষ্য ন্যাটো মিত্রদের সঙ্গে সম্পর্ক জোরদার করা এবং জলবায়ু পরিবর্তন, সন্ত্রাসবিরোধী অভিযান ও কভিড সঙ্কট মোকাবেলায় ন্যাটো দেশগুলির সঙ্গে অংশীদারিত্ব মজবুত করাI

মঙ্গল ও বুধবার তিনি, ন্যাটো পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে বৈঠক করবেনI এছাড়াও ন্যাটো মহাসচিব, জেন্স স্টলটেনবার্গের সঙ্গে তাঁর আলোচনা হবেI পররাষ্ট্র দপ্তরের ভারপ্রাপ্ত অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি, ফিলিপ রেকার বলেন, পররাষ্ট্রমন্ত্রী ব্লিঙ্কেন, ন্যাটোভুক্ত দেশগুলির পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে প্রথমবারের মতো মতবিনিময় এবং "২০৩০ ন্যাটো উদ্যোগ" বিষয়ে আলোচনার সুযোগ পাবেনI পররাষ্ট্রমন্ত্রী ব্লিঙ্কেন, ন্যাটো জোটের গুরুত্বসহ,জোটকে পুনরুজ্জীবিত করতে তাঁর প্রতিশ্রুতি ব্যক্ত করবেনI

XS
SM
MD
LG