অ্যাকসেসিবিলিটি লিংক

ব্লু হোয়েল থেকে সতর্ক থাকতে হলে করণীয়


সাইবার অপরাধ নিয়ে কিছুদিন আগে এমনই একটি আলোচনায় আমরা রাঁচির বিআইটির সাইবার আইনের গেষ্ট লেকচারার বিশিষ্ট আইনজ্ঞ এ্যাডভোকেট রাজর্শী রায় চৌধুরীকে পেয়েছিলাম। আজ ব্লু হোয়েল আতংক ও ইন্টারনেটের অপব্যাবহার রোধে করণীয় বিষয়ে আলোচনায় তিনিতো আছেনই, আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন অধ্যাপক ড. শফিউল আলম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফিল্ম ফটোগ্রাফি ও সাংবাদিকতার শিক্ষক।

কম্পিউটার ভাইরাস ও সাইবার অপরাধের মতোই সম্প্রতি একটি ভার্চুয়াল গেম- ব্লু হোয়েল যার নাম; তা নিয়ে গোটা বিশ্বের মানুষ শংকিত। বিভিন্ন সোশ্যাল নেটওয়ার্কের মাধ্যমে এই গেমের লিংক ছড়িয়ে দেয়া হয়।

ব্লু হোয়েল একটি অনলাইন প্রতিযোগিতামূলক খেলার নাম। সোশ্যাল গেমিং পাতার প্রশাসকের নির্দেশ মোতাবেক ৫০ দিন ধরে বিভিন্ন কাজ করতে হয় এবং সর্বশেষ চ্যালেঞ্জ হিসেবে অংশগ্রহণকারীকে আত্মহত্যা করার নির্দেশ দেয়া হয়। বিশ্বে এখনও পর্যন্ত ব্লু হোয়েল খেলতে গিয়ে দেড় শয়েরও বেশি কিশোর-কিশোরীর মৃত্যু হয়েছে বলে দাবী করা হয়।

আসুন শোনা যাক মূল আলোচনা।

please wait

No media source currently available

0:00 0:38:57 0:00

XS
SM
MD
LG