অ্যাকসেসিবিলিটি লিংক

হাসপাতাল থেকে খালেদা জিয়া আবার কারাগারে


স্বাস্থ্য পরীক্ষা শেষে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে কারাগারে ফিরিয়ে নেয়া হয়েছে। শনিবার সকালের দিকে বেগম জিয়াকে কড়া নিরাপত্তার মধ্যে ঢাকার পুরাতন কারাগার থেকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে আনা হয়। সপ্তাহ দুয়েক যাবত খালেদা অসুস্থ। তার জন্য সরকার চার সদস্যের একটি মেডিকেল টিম গঠন করেছে। এই মেডিকেল টিমের সুপারিশ অনুযায়ী স্বাস্থ্য পরীক্ষার জন্য খালেদা জিয়াকে হাসপাতালে আনা হয়।

হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আবদুল্লাহ আল হারুন জানিয়েছেন, খালেদা জিয়ার একাধিক এক্সরে করা হয়েছে। আগামীকাল এর রিপোর্ট পাওয়া যাবে। খালেদা জিয়া ব্যক্তিগত চিকিৎসকের মতামতের ওপর নির্ভরশীল ছিলেন। বলেছিলেন, ব্যক্তিগত চিকিৎসক ছাড়া কোন সেবা নেবেন না। তার ব্যক্তিগত চিকিৎসক ডা. মামুনকে সরকারি মেডিকেল বোর্ডের সদস্যরা পরীক্ষা নিরীক্ষার সময় উপস্থিত থাকার অনুমতি দেননি।

বিএনপি নেতা ব্যারিস্টার মওদুদ আহমেদ বলেছেন, খালেদার জন্য সরকার যে মেডিকেল বোর্ড গঠন করেছে তা লোক দেখানো। সরকারি চিকিৎসায় তাদের বিশ্বাস নেই- মন্তব্য করেন বিএনপি'র এই নেতা।

ওদিকে, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, জেল কোড মেনে খালেদার চিকিৎসা হবে।

please wait

No media source currently available

0:00 0:00:52 0:00

XS
SM
MD
LG