দুর্নীতির মামলায় সাজা প্রাপ্ত বাংলাদেশের অন্যতম বৃহৎ রাজনৈতিক দল বিএনপি'র চেয়ারপার্সন খালেদা জিয়ার চিকিৎসা স্বাস্থ্য পরীক্ষা না হওয়া পর্যন্ত আগের ব্যবস্থাপত্রেই চালানোর সিদ্ধান্ত নিয়েছে তার চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ড।
শনিবার কারাগার থেকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসার জন্য স্থানান্তর করার পর রোববার তাঁর স্বাস্থ্য সংক্রান্ত সকল কাগজপত্র পরীক্ষা করে মেডিকেল বোর্ড এই সিদ্ধান্ত নিয়েছে বলে জানিয়েছেন হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আবদুল্লাহ আল হারুন। তিনি আরো জানান হাই কোর্টের নির্দেশ অনুযায়ী অসুস্থ খালেদা জিয়ার চিকিৎসার জন্য পাঁচ সদস্যের বোর্ড পুনঃগঠন করা হয়েছে।