অ্যাকসেসিবিলিটি লিংক

নাশকতার আন্তর্জাতিক তদন্ত চায় বিএনপি


চলতি বছরের জানুয়ারি থেকে টানা তিন মাস আন্দোলনে নাশকতাকারীদের চিহ্নিত করতে আন্তর্জাতিক তদন্ত দাবি করেছে বিএনপি। শনিবার রাজধানীর নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে দলটির মুখপাত্র ও আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ড. আসাদুজ্জামান রিপন এ দাবি জানান। খালেদা জিয়ার নির্দেশে পেট্রল বোমা হামলা হয়েছে প্রধানমন্ত্রীর এমন বক্তব্যের প্রতিবাদ জানিয়ে আসাদুজ্জামান রিপন বলেন, পেট্রল বোমা কারা মেরেছে এর আন্তর্জাতিক তদন্ত হওয়া দরকার।


ড. রিপন বলেন, সরকার নাশকতার জন্য বিএনপি নেত্রী হুকুম দিয়েছেন বলে তাকে দায়ী করছে এবং এর সঙ্গে বিএনপির নেতাদের অভিযুক্ত করা হচ্ছে। কিন্তু বিএনপির বা তার কোন নেতা পেট্রল বোমা বা এই ধরনের কোন নাশকতার সঙ্গে জড়িত নয়। বিএনপির এই মুখপাত্র বলেন, আন্তর্জাতিক তদন্ত হলে নাশকতায় সত্যিকার অর্থে কারা জড়িত তা বেরিয়ে যাবে। আন্তর্জাতিক তদন্ত না করে যদি বিরোধী দল বা শীর্ষ নেতৃত্বকে ধ্বংস করার চেষ্টা চালানো হয় গণতন্ত্রের জন্য তা ভাল হবে না। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া- প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে একই বৃন্তে দুটি ফুল আখ্যায়িত করে ড. রিপন বলেন, তাদের দু’জনের একজন ঝরে গেলে আরেকজন ঝরে যাবেন। একজনের বিনাশ ঘটলে, অন্যজনেরও বিনাশ ঘটবে। বিএনপির বিনাশ হলে আওয়ামী লীগেরও বিনাশ হবে আর আওয়ামী লীগের বিনাশ ঘটলে বিএনপিরও বিনাশ ঘটবে। এদিকে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন ঈদের পর ট্রাইব্যুনালের মাধ্যমে খালেদার বিচার হবে। ঢাকা থেকে মতিউর রহমান চৌধুরীর রিপোর্ট

please wait

No media source currently available

0:00 0:00:57 0:00
সরাসরি লিংক


XS
SM
MD
LG