পুলিশ সূত্রে জানানো হয়েছে, বাংলাদেশে অতিরিক্ত যাত্রীবহনকারী একটি নৌকো ও বালিভর্তি একটি জাহাজের মধ্যে সংঘর্ষে অন্তত ২৫ জনের মৃত্যু হয়েছেI বাংলাদেশের শিবচর এলাকার এই দুর্ঘটনার তদন্ত শুরু হয়েছেI পুলিশের একজন কর্মকর্তা জানান, তারা ৫জনকে উদ্ধার করতে সমর্থ হন এবং ২৫টি মৃতদেহ শনাক্ত করেছেনI
পুলিশ সূত্রে আরো বলা হয়, নৌকোটি অতিরিক্ত যাত্রী বহন করছিলো এবং বালিভর্তি নৌযানটি অতিরিক্ত বালির চাপে অনেকটাই চোখের আড়ালে ছিলI
শত শত নদীর দেশ, বাংলাদেশে নৌ-দুর্ঘটনা বিরল নয়I বিশেষজ্ঞরা এর জন্য দুর্বল ব্যবস্থাপনা, নিরাপত্তা ব্যবস্থা, সিগনালিং এবং অতিরিক্ত মানুষ বোঝাইকে দোষারোপ করে থাকেনI