প্রত্যক্ষদর্শী এবং সামরিক কর্মকর্তারা জানান নাইজেরিয়ার উত্তর পূর্বাঞ্চলের একটি সামরিক ঘাঁটি বোক হারাম জংগীরা দখল করে নিয়েছে এবং ঐ আক্রমণে কয়েক ডজন সেনাসহ অসামরিক লোকজন প্রান হারায়।
ঘাঁটিতে কি হয়েছে তা এখনও ষ্পষ্ট নয়, তবে বহুজাতিক আফ্রিকী বাহিনী বাগা শহরে্র সামরিক ঘাঁটি ত্যাগ করেছে।
ঐ এলাকা ছেড়ে লোকজন প্রতিবেশি রাষ্ট্র চাদে চলে যাচ্ছে। চাদ হ্রদ যা “লেক চাদ” নামে পরিচিত হ্রদটি পাড় হওয়ার সময় বন্দুকধারী্রা গুলি চালিয়ে কয়েক ডজন মানুষকে হত্যা করে এবং অন্যানরা পানিতে ডুবে মারা যায়।
স্থানীয় এক ক্রুদ্ধ কর্মকর্তা এসোসিয়েটেট প্রেসকে জানান যে সামরিক বাহিনী সাধারণ নাগরিকদের সুরক্ষায় তাদের দায়িত্ব পালানে ব্যার্থ হয়েছে।