অ্যাকসেসিবিলিটি লিংক

বোকো হারাম স্কুল ছাত্র অপহরণের কৃতিত্ব দাবি করেছে 


নাইজেরিয়ার সন্ত্রাসী দল, বোকো হারাম উত্তর পশ্চিমাঞ্চলে গত শুক্রবার ৩০০জন স্কুল ছাত্রের অপহরণের কৃতিত্ব দাবি করেছে I তাদের এই অপহরণ, এই বার্তা পৌঁছায় যে, তাদের জঙ্গি তৎপরতা এখন উত্তর পূর্বাঞ্চলীয় শক্ত ঘাঁটি থেকে পশ্চিমাঞ্চলের দিকে সম্প্রসারিত হয়েছেI বোকো হারাম নেতা, আবু বকর শেকাউ মঙ্গলবার, ছাত্রদের অপহরণের কথা জানান I তবে নাইজেরিয়া সরকার এখনো কোন মন্তব্য প্রকাশ করে নি I

মানবাধিকার গ্রূপগুলি জানায় সরকারের দুর্নীতি, নাইজেরিয়ার জঙ্গি তৎপরতা বৃদ্ধিতে সহায়ক হয়েছে I ২০১৫ সালে প্রেসিডেন্ট মুহাম্মাদু বুহারি'র নির্বাচনী ওয়াদা ছিল সন্ত্রাসবাদের বিরুদ্ধে অভিযানকে অগ্রাধিকার দেয়া, তবে তারপর ৫ বছর অতিবাহিত হয়েছে, সেখানে পরিস্থিতির কোন উন্নতি না হয়ে, বরঞ্চ তা সঙ্কটজনক হয়ে উঠেছেI

XS
SM
MD
LG