জাতিসংঘে ও আরব লীগের সিরিয়া বিষয়ক দূত বর্তমানে কায়রোতে রয়েছেন। এটি হচ্ছে তাঁর আঞ্চলিক সফরের অংশ যার উদ্দেশ্য হচ্ছে আগামি মাসে জিনিভায় শান্তি সম্মেলনের ব্যাপারে সমর্থন আদায় করা।
শনিবার লাখদার ব্রাহিমি মিশরের পররাষ্ট্র মন্ত্রী নাবিল ফাহমির সঙ্গে বৈঠক করেছেন । রোববার তাঁর আরব লীগ প্রধান নাবিল আল আরাবির সঙ্গে আলোচনার কথা রয়েছে।
কথিত , “ জিনিভা টু” সম্মেলনের উদ্দেশ্য হচ্ছে সিরিয়ায় একটি অন্তবর্তী সরকার গঠন করে তার মাধ্যমে নির্বাচন পরিচালনা করা।
ও দিকে সিরিয়ার একটি সক্রিয়বাদী গোষ্ঠি বলছে যে দামেস্কের অদূরে একটি গাড়ি বোমা বিস্ফোরণে এবং বিদ্রোহীদের সঙ্গে সংঘাতে অন্তত ১৬ জন সৈন্য নিহত হয়েছে।
ব্রিটেন ভিত্তিক Syrian Observatory for Human Rights বলছে যে শনিবারের এই আত্মঘাতী আক্রমণটি চালায় আল ক্বায়দার সম্পৃকাত নুসরা ফ্রন্ট।
বিদ্রোহী নিয়ন্ত্রিত ম্লেহা অঞ্চল এবং সরকার পন্থি জারামানা শহরের মাঝে একটি তল্লাশি চৌকিতে এই বিস্ফোরণটি ঘটে। সিরিয়ার রাষ্ট্র নিয়ন্ত্রিত , সানা সংবাদ সংস্থাও ঐ বিস্ফোরণের খবর দিয়ে বলেছে যে এতে কিছু লোক হতাহত হয়েছেন। তাৎক্ষনিক ভাবে কেউই ঐ বিস্ফোরণের দায় স্বীকার করেনি।
শনিবার লাখদার ব্রাহিমি মিশরের পররাষ্ট্র মন্ত্রী নাবিল ফাহমির সঙ্গে বৈঠক করেছেন । রোববার তাঁর আরব লীগ প্রধান নাবিল আল আরাবির সঙ্গে আলোচনার কথা রয়েছে।
কথিত , “ জিনিভা টু” সম্মেলনের উদ্দেশ্য হচ্ছে সিরিয়ায় একটি অন্তবর্তী সরকার গঠন করে তার মাধ্যমে নির্বাচন পরিচালনা করা।
ও দিকে সিরিয়ার একটি সক্রিয়বাদী গোষ্ঠি বলছে যে দামেস্কের অদূরে একটি গাড়ি বোমা বিস্ফোরণে এবং বিদ্রোহীদের সঙ্গে সংঘাতে অন্তত ১৬ জন সৈন্য নিহত হয়েছে।
ব্রিটেন ভিত্তিক Syrian Observatory for Human Rights বলছে যে শনিবারের এই আত্মঘাতী আক্রমণটি চালায় আল ক্বায়দার সম্পৃকাত নুসরা ফ্রন্ট।
বিদ্রোহী নিয়ন্ত্রিত ম্লেহা অঞ্চল এবং সরকার পন্থি জারামানা শহরের মাঝে একটি তল্লাশি চৌকিতে এই বিস্ফোরণটি ঘটে। সিরিয়ার রাষ্ট্র নিয়ন্ত্রিত , সানা সংবাদ সংস্থাও ঐ বিস্ফোরণের খবর দিয়ে বলেছে যে এতে কিছু লোক হতাহত হয়েছেন। তাৎক্ষনিক ভাবে কেউই ঐ বিস্ফোরণের দায় স্বীকার করেনি।