ব্রিটেন ইউরোপীয় ইউনিয়ন ত্যাগ করার যে সিদ্ধান্ত নেয়, তার প্রতিক্রিয়া রবিবারও অব্যাহত রয়েছে। ব্রিটেনের রাজনীতি ও সে দেশের সঙ্গে বিশ্বের অন্যান্য দেশের সম্পর্কে অনিশ্চয়তা আরও বৃদ্ধি পাচ্ছে। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী জন কেরি যিনি ইউরোপে আছেন, শেষ মুহুর্তে তাঁর সফরসূচীতে, এর আগে অঘোষিত যাত্রা বিরতি লন্ডন ও ব্রাসেল্স যোগ দিয়েছেন।
কেরি, ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ফিলিপ হ্যামন্ড ও অন্যান্য কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাৎ করার পরিকল্পনা করছেন। ব্রিটেন যখন ইউরোপের সঙ্গে সংশ্লিষ্টতা কমিয়ে দিচ্ছে তখন এই নতুন অধ্যায়ে, ওয়াশিংটনের শীর্ষ এই মিত্র দেশের সঙ্গে সম্পর্ক বজায় রাখার প্রক্রিয়ারই এটা একটা অংশ।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা, ব্রিটেনের প্রতি ইইউ থেকে বেরিয়ে না আসার আহ্বান জনিয়েছিলেন। দু দেশের মধ্যে বিশেষ সম্পর্ক থাকায়, ব্রিটেনের মাধ্যমে ইইউতে যুক্তরাষ্ট্র আরও প্রভাব রাখতে পেরেছে।
ব্রেক্সিট গণভোটের বিষয়ে এবং তার ফলে লন্ডনও ইইউর সঙ্গে সম্পর্কের বিষয়ে ওবামা প্রশাসন উদ্বেগ প্রকাশ করেছে।