ব্রিটেনের প্রধানমন্ত্রী বরিস জনসন অক্টোবর পর্যন্ত সংসদ স্থগিত রাখার সিদ্ধান্তের জন্য তীব্র সমালোচনার সম্মুখীন হচ্ছেন। ইউরোপীয় ইউনিয়ন থেকে ব্রিটেনের নির্ধারিত প্রস্থানের দিন ঘনিয়ে আসার আগে জনসনের এই পদক্ষেপ আইনপ্রনেতাদের ক্ষুব্ধ করেছে। তারা বলছেন, একটি চুক্তি ছাড়া ব্রেক্সিট থেকে বেরিয়ে আসা এবং সংসদ স্থগিত করার কারণে তারা জনসনের পথ রোধ করতে পারছেন না। একটি বিশৃঙ্খল বিচ্ছেদের ঝুঁকি এড়ানোর জন্য আইনপ্রনেতারা সময়ের অভাব অনুভব করছেন। সংসদের বাইরে জনসনের এই পদক্ষেপের কারণে বিক্ষোভ করে মানুষ। অনলাইনেও কয়েক লক্ষ মানুষ এই পদক্ষেপের বিরুদ্ধে একটি আবেদনে সাক্ষর করেন।
জনসনের কন্সারভেটিভ পার্টির মধ্যেও উত্তেজনার সৃষ্টি হয়। সমালচকেরা অভিযোগ করেন, সরকার দেশের অলিখিত সংবিধান অগ্রাহ্য করে ব্রিটেনের গনতন্ত্রকে ঝুঁকির মধ্যে ফেলে দিচ্ছে।তবে হাউসের নেতা জেকব রিস মগ জনসনের পদক্ষেপের সমর্থন করে বলেন, যারা এই পদক্ষেপের বিরোধিতা করছেন তারা ইউরোপিয়ান ইউনিয়ন থেকে সরে আসার যে সুযোগ সুবিধাগুলো তারা তা চান না।