অ্যাকসেসিবিলিটি লিংক

ইরাকে ২০০৩ সালে আক্রমন অভিযানে ত্রুটির জন্য ব্রিটেনের এর সাবেক নেতা ব্লেয়ার ক্ষমা প্রার্থনা করেন


ব্রিটেনের সাবেক প্রধানমন্ত্রী টোনি ব্লেয়ার ইরাকে যুক্তরাষ্ট্রের নেতৃত্বে আক্রমন অভিযানের সময় তার কথায় ত্রুটিগুলোর জন্য ক্ষমা চেয়েছেন।

CNN এর সঙ্গে এক সাক্ষাৎকারে ব্লেয়ার আরও বলেছেন ইরাক ও সিরিয়ায় ইসলামিক স্টেটের উথ্থান সহ ওই অ্ঞ্চলে বর্তমানে যে সংঘাত তার সূচনার কারণ সেখানে সামরিক হস্তক্ষেপ।

XS
SM
MD
LG