অ্যাকসেসিবিলিটি লিংক

ব্রিটেনে কনসারভেটিভ দলের জয় ডেভিড ক্যামেরন আবারও প্রধানমন্ত্রী হচ্ছেন


বৃটিশ প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন বলেছেন যে বৃহস্পতিবার সংসদীয় নির্বাচনে তার দল সংখ্যা গরিষ্টতা নিশ্চিত করার পর তিনি নতুন সরকার গঠন করবেন। তিনি বললেন “যে গত পাঁচ বছরে তার সরকার যেসব কঠিন সিদ্ধান্ত নিয়েছেন/ সে বিষয়ে ছিল এই ভোট গ্রহণ এবং তার সরকার শক্তিশালী অর্থনীতি গড়ে তোলার জন্যে যে ভিত নির্মাণ করেছেন এটা ছিল সে ব্যাপারেও জনমত।”

মিঃ ক্যামেরন পূনরায় প্রধানমন্ত্রী হচ্ছেন। তার কনসারভেটিভ দল হাউজ কমন্সের ৬৫০টি আসনের মধ্যে ৩২৬টি আসন পাওয়া প্রয়োজন তবে তারা পেয়েছে ৩৩১র বেশি আসন।

ব্রিটেনে বৃহষ্পতিবার অনুষ্ঠিত দেশব্যাপী সাধারণ নির্বাচনে কনসারভেটিভ দলের নেতা ডেভিড ক্যামেরন দ্বিতীয় বারের মত জয়ী হ’লেন।

নির্বাচনের ফলাফলের পরপরই লেবার পার্টির নেতা এড মিলিব্যান্ডসহ বিরোধী দলের নেতারা পদত্যাগ করেছেন।

এই নির্বাচনে স্কটিশ ন্যাশানাল পার্টির জয় ছিল অবাক করার মত। স্কটল্যান্ডে লেবার পার্টির ভরাডুবি হয়েছে এবং স্বাধীনতাপন্থী দল ৫০টির বেশি আসন পেয়ে একক সংখ্যা গরিষ্টতা অর্জন করেছে।

ইংল্যান্ড এবং ওয়েলসেও কনসারভেটিভ দলের বিরুদ্ধে লেবার পার্টি জিততে ব্যর্থ হয়েছে।

XS
SM
MD
LG