অ্যাকসেসিবিলিটি লিংক

ব্রাসেল্সে সন্ত্রাসী হামলার তদন্ত অব্যাহত রয়েছে, ডানপন্থী প্রতিবাদকারীরা বিক্ষোভ করেছে


Calling themselves ‘Casuals Against Terrorism’ the group set off flares and was eventually repelled with water cannons in Brussels, Belgium, March 27, 2016. (H.Murdock/VOA)
Calling themselves ‘Casuals Against Terrorism’ the group set off flares and was eventually repelled with water cannons in Brussels, Belgium, March 27, 2016. (H.Murdock/VOA)

ব্রাসেল্সের শহর কেন্দ্রে অতি ডানপন্থী, অভিবাসন বিরোধী প্রতিবাদকারীদের ছত্রভঙ্গ করার জন্য বেলজিয়ান দাঙ্গা পুলিশ জল কামান ব্যবহার করেছে। দেশে সব চাইতে মর্মান্তিক সন্ত্রাসী আক্রমনের যারা শিকার হয়, তাদের স্মরণ করার জন্য শোকার্তরাও সেখানে সমবেত হয়েছিলো।

দাঙ্গা পুলিশ সেখানে পৌছনোর আগে, ডানপন্থী একদল প্রতিবাদকারী, অল্প সময়ের জন্য রবিবার ওই স্থানে ভীড় করে। তারা স্লোগান দেয়, নাৎসিদের মতো সেলুট দেয়, এবং শোকার্তদের সঙ্গে প্রচন্ড বাকবিতন্ডায় লিপ্ত হয়।

রবিবার সেখানে “ভয় ভীতির বিরুদ্ধে মিছিল” হওয়ার কথা ছিল। কিন্তু তা বাতিল করে দেওয়া হয় কারণ কর্তৃপক্ষ বলেছে ওই সমাবেশ হলে, মঙ্গলবারের আক্রমণের জন্য যে তদন্ত চালানো হচ্ছে তা থেকে নিরাপত্তা কর্মীদের সরিয়ে নেওয়া হতো। কিন্তু শোকার্তরা তবুও শহর কেন্দ্রের কাছে একটি চত্বরে সমবেত হয়।

XS
SM
MD
LG