অ্যাকসেসিবিলিটি লিংক

ব্রাসেলস বিস্ফোরন ঘটনায় বিশ্ব জুড়ে ক্ষোভ প্রকাশ


ব্রাসেলস বিমানবন্দর এবং পাতাল রেল স্টেশানের বিস্ফোরণের পর পরই যুক্তরাষ্ট্র কতৃপক্ষ নতুন কোনো সন্ত্রাসী হামলার বিরুদ্ধে প্রতিরক্ষামুলক ব্যবস্থা নিয়েছে।ব্রাসেলসের যুক্তরাষ্ট্র দূতাবাস এ্যামেরিকার মানুষজনকে যে যেখানে রয়েছেন সেখানেই সাবধানে থিতু থাকবার সুপারিশ করেছেন এবং গণ পরিবহন পরিহার করবার পরামর্শ দেওয়া হয়েছে- সংবাদ মাধ্যমের খবরাখবরের পানে নজর রাখবার জন্যেও বলেছেন তাঁরা।এখানে যুক্তরাষ্ট্রে হোমল্যান্ড সিকিউরিটি দফতর ব্রাসেলসের ঘটনাপ্রবাহ পানে সজাগ দৃষ্টি রাখছেন। প্রেসিডেন্ট ওবামা হ্যাভানায় বক্তৃতাদানকালে ব্রসেলস বিস্ফোরণ নিয়ে বলেন- আমাদের মিত্র দেশ বেলজিয়ামের জন্যে, দায়িদেরকে বিচারের আওতায় আনতে যাই প্রয়োজন আমরা করবো- বলেন- নিরিহ মানুষের ওপর এই হামলার জন্যে যুক্তরাষ্ট্র বেলজিয়ামের প্রতি সহমর্মিতা ব্যক্ত করে তার পাশে দাঁড়াচ্ছে।

ইতিমধ্যে ব্রাসেলস বিস্ফোরণ নিয়ে দুনিয়া জুড়ে জোর ধিক্কার ব্যক্ত করা হচ্ছে।য়ুরোপিয় য়ুনিয়ন কাউন্সিলের সভাপতি ডনাল্ড টাস্ক বলেছেন-তিনি এ ঘটনায় দারূন মর্মাহত এবং য়ুরোপের তরফের সমর্থনের কথা ব্যক্ত করেছেন তিনি।য়ুরোপিয় য়ুনিয়নের পররাষ্ট্র নীতি বিষয়ক প্রধান ফেডারিকা মোগেরিনী জর্ডানে তাঁর সংবাদ সম্মেলন সংক্ষিপ্ত করেন এবং দিনটিকে দুরুহ-বিপর্য্যয়কর দিবস রুপে চিহ্নিত করেন।ফ্রান্সের প্রেসিডেন্ট ফ্রাঁসোয়াঁ ওলান্দ বলেন এই যে সন্ত্রাসীরা ব্রাসেলসে আঘাত হানলো এ আঘাত লেগেছে গোটা য়ুরোপের গায়ে।বৃটিশ প্রধানমন্ত্রী ডেভীড ক্যামারন সন্ত্রাসী হুমকির বিরুদ্ধে একযোগে রুখে দাঁড়ানোর কথা বলেছেন- জার্মান চান্সেলারের চীফ অফ স্ট্যাফ বেলজিয়ামের সঙ্গে সহমর্মিতা প্রকাশের আহ্বান জানিয়েছেন।রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মূখপাত্র বলেছেন- পশ্চিমা দ্বিমুখি নীতির ফলোদয়েই সন্ত্রাসী হামলার এ উদ্রেগ।

XS
SM
MD
LG