অ্যাকসেসিবিলিটি লিংক

বুর্কিনা ফাসোতে সঙ্যেকট নিরসনের জন্য যে হোটেলে আলোচনা হয় সেখানে সহিংস সংঘর্ষ হয়


বুর্কিনা ফাসোর রাজধানীতে একটি হোটেলে সহিংস সংঘর্ষ হয়।চার দিনের সামরিক অভ্যুথানের অবসান ঘটানোর জন্য, সেখানে আলোচনা চলছিলো। সামরিক অভ্যুথানের ফলে অন্তর্বর্তী অসামরিক সরকারের পতন ঘটে।

সামরিক সরকারের সমর্থকরা রবিবার সকালে Ouagadougouতে একটি হোটেলে চড়াও হয়। স্বল্প সময়ের জন্য তারা অভ্যুথানের বিরোধী ও তাদের নেতা General Gilbert Diendereর সঙ্গে সংঘর্ষে লিপ্ত হয়।

Diendereর অনুগামী কিছু সৈনিক, কয়েকজন বিরোধী নেতা যারা আলোচনার জন্য হোটেলে ঢুকছিলেন, তাদের পক্ষ নেন।

এমন দিনে সহিংসতা ঘটলো যেদিন, পশ্চিম আফ্রিকার ওই দেশটিতে রাজনৈতিক অস্থিতিশীলতা অবসানের জন্য যে আলোচকরা কাজ করছেন তারা সঙ্কটের একটা সমাধান ঘোষণা করবেন বলে আশা করা হয়েছিলো। বেনিনের প্রেসিডেন্ট Thomas Boni Yayi যিনি আঞ্চলিক সংগঠন ECOWAS এর পক্ষে আলোচনা করছেন এবং সেনেগালের President Macky Sall শনিবার সাংবাদিকদের বলেন যে অন্তর্বর্তী প্রেসিডেন্ট Michel Kafando ও তার সরকারকে পুনরপ্রতিষ্ঠা করা হবে।

XS
SM
MD
LG