অ্যাকসেসিবিলিটি লিংক

বর্মা: নতুন কমিটি রাজনৈতিক বন্দীদের মুক্তি দেবে


বর্মী প্রেসিডেন্ট থিন সেইন একটা নতুন কমিটি গঠন করার কথা ঘোষণা করেছেন, যে কমিটি শত শত রাজনৈতিক বন্দী যারা এখনও কারারুদ্ধ আছেন বলে মনে করা হয় তাদেরকে মু্ক্তি দেওয়ার বিষয়টি খতিয়ে দেখবেন।

বৃহস্পতিবার প্রেসিডেন্টের দফতর থেকে বলা হয় যে নতুন কমিটি দেশের সর্বত্র বাদবাকী রাজনৈতিক বন্দীদের বিষয়টি সুক্ষ্মভাবে খতিয়ে দেখবেন যাতে তাদের মুক্তি দেওয়া যায়।

সক্রিয় কর্মীরা বলেন এই প্রথমবার প্রেসিডেন্ট বিবেক বন্দীদের রাজনৈতিক বন্দী হিসেবে উল্লেখ করেছেন। প্রেসিডেন্ট সংস্কারধর্মী বলে সুপরিচিত।

২০১১ সালে ক্ষমতা নেওয়ার পর থেকে প্রেসিডেন্ট থিন সেইন শত শত সক্রিয়কর্মী, সাংবাদিক, এবং অন্যান্যদের মুক্তি দিয়েছেন। সরকার বলেছে জাতীয় আপোষমীমাংসার লক্ষ্যে একটা কার্যক্রমের অধীনে তা করা হয়। কিন্তু সমালোচকরা বলেন ক্ষমা মঞ্জুরের কার্যক্রম যথেষ্ট কার্যকর নয়। তারা বলছে ২০০ মতবিরোধী ও অন্যান্য বিবেকবন্দী এখনও কারাগারে আছে।
XS
SM
MD
LG