অ্যাকসেসিবিলিটি লিংক

বর্মা সফর মানে বর্মী সরকারের স্বীকৃতি নয় : ওবামা


যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা বলেন যে তার আসন্ন বর্মা সফরের মানে বর্মার সরকারকে স্বীকৃতি দান নয় বরঞ্চ সে দেশে যে রাজনৈতিক সংস্কার প্রক্রিয়া শুরু হয়েছে তাকে স্বীকার করে নেওয়া।

মি ওবামা বলেন যে বর্মায় আরো রাজনৈতিব সংস্কার সাধনের ব্যাপারে প্রকাশ্য প্রতিশ্রুতি দেওয়া হয়েছে এবং সেটিকে উৎসাহিত করতে হবে। তিনি বলেন যে তিনি মনে করেন না যে কেউ এ রকম ভ্রান্ত ধারণা পোষণ করছে যে বর্মা প্রত্যাশিত জায়গায় পৌছে গেছে। তবে যদি আদর্শ গণতন্ত্রে তাদের পৌছানো পর্যন্ত অপেক্ষা করতে হয় , তা হলে অনেক দিন অপেক্ষা করতে হবে।

তিনি বলেন যে তাঁর এই সফরের উদ্দেশ্য হচ্ছে , সেখানে যে সব অগ্রগতি সাধণ করা হয়েছে সেগুলোকে তুলে ধরা এবং বর্মা ভবিষ্যতে যে সব পদক্ষেপ নেবে সেগুলোর দিকে নজর দেওয়া।

থাই প্রধানমন্ত্রী ইংলুক শিনা্ওয়াত্রার সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে মি ওবামা এই মন্তব্য করেন। প্রায় দু সপ্তা আগে প্রেসিডেন্ট পদে পুননির্বাচিত হবার পর মি ওবামা তার এশিয়া সফরের প্রথম পর্যায়ে ব্যাঙ্ককে রয়েছেন। এর পরে তিনি বর্মা ও ক্যাম্বোডিয়া সফরে যাবেন।
XS
SM
MD
LG