অ্যাকসেসিবিলিটি লিংক

বুরুন্ডিতে আফ্রিকান ইউনিয়নের শান্তীরক্ষী পাঠানোর প্রস্তাব গ্রহণ করছে না দেশটির প্রসিডেন্ট


বুরুন্ডিতে শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে আফ্রিকান ইউনিয়ন সেখানে শান্তরক্ষী পাঠানোর যে প্রস্তাব দিয়েছে তা গ্রহণ করতে চাইছেন না দেশটির প্রসিডেন্ট।

শুক্রবার জাতিসংঘ নিরাপত্তা পরিষদের সঙ্গে বৈঠকে প্রেসিডেন্ট এনকুরুনজিজা বলেন আফ্রিকান ইউনিয়নের উচিৎ একটি সদস্য দেশ হিসাবে বুরুন্ডির সম্মান রাখা এবং যে কোনো বিষয়ে আগে আমাদের সঙ্গে আলোচনা করা।

এপ্রিল থেকে বুরুন্ডিতে নির্বাচনকে ঘিরে সহিংসতায় ৪০০জনেরও বেশী লোক মারা যাওয়ায় আফ্রিকান ইউনিয়ন সেখানে শান্তিরক্ষী পাঠাতে চায়।

বিভিন্ন দেশের ধারনা এনকুরুনজিজার অসাংবিধানিক তৃতীয় মেয়াদে প্রেসিডেন্ট থাকার চেষ্টার কারনে দেশটিতে সহিংসতা বাড়ছে যা দেশে আরেকটি গৃহযুদ্ধ ঘটাতে যেমনটি ঘটেছিল এক দশক আগে তুতসী ও হুতু গোষ্ঠির মধ্যে।

XS
SM
MD
LG