প্রায় বছর দু’ই আগে যে তাহরির স্কোয়ারে আন্দোলন করে ক্ষমতা থেকে হঠানো হয়েছিলো হোসনী মোবারককে , সেই তাহরির স্কোয়ারেই আবার এখন আন্দোলন হচ্ছে সেদিনকার অন্যতম আন্দোলনকারি মোহাম্মেদ মোরীসিরই বিরুদ্ধে এবং ইস্যু কিন্তু ঐ একই – ক্ষমতা কুক্ষিগত করার অভিযোগ – তখন ছিলো প্রেসিডেন্ট মোবারকের বিরূদ্ধে - এখন অভিযোগ প্রেসিডেন্ট মোরসির নামে । মিশর কোন পথে চলেছে ?
একদিন আগে পর্যন্ত মিশরের সর্বোচ্চ বিচারালয় মোরসীর বিপক্ষে থাকলেও এখন সূর কিছুটা নরম করেছে , সামগ্রিকভহবে বিচার বিভাগ কিন্তু এখনো মোরসির ক্ষমতা কুক্ষিগত করার উদ্যোগকে বিচার বিভাগের বিরূদ্ধে আগ্রাসন বলেই চিহ্নিত করছে এবং আগামিকাল মঙ্গলবার এর পক্ষে ও বিপক্ষে , দু’ তরফেই বিক্ষোভের প্রেক্ষিতে এখন একটা মোকাবেলা পরিস্থিতির উদ্ভব ঘটবার আশংকা দেখা দিচ্ছে – কেমন মনে হচ্ছে এ পরিস্থিতি ?
এসব নিয়ে আলোচনা করেছেন নিউ ইয়র্ক প্রবাসী সাংবাদিক-ভাস্যকার-সংবাদ বিশ্লেষক সৈয়দ মোহাম্মদউল্লাহ । ওয়াশিংটন স্টুডিও থেকে তাঁর সঙ্গে কথা বলেন সরকার কবীরূদ্দীন ।
একদিন আগে পর্যন্ত মিশরের সর্বোচ্চ বিচারালয় মোরসীর বিপক্ষে থাকলেও এখন সূর কিছুটা নরম করেছে , সামগ্রিকভহবে বিচার বিভাগ কিন্তু এখনো মোরসির ক্ষমতা কুক্ষিগত করার উদ্যোগকে বিচার বিভাগের বিরূদ্ধে আগ্রাসন বলেই চিহ্নিত করছে এবং আগামিকাল মঙ্গলবার এর পক্ষে ও বিপক্ষে , দু’ তরফেই বিক্ষোভের প্রেক্ষিতে এখন একটা মোকাবেলা পরিস্থিতির উদ্ভব ঘটবার আশংকা দেখা দিচ্ছে – কেমন মনে হচ্ছে এ পরিস্থিতি ?
এসব নিয়ে আলোচনা করেছেন নিউ ইয়র্ক প্রবাসী সাংবাদিক-ভাস্যকার-সংবাদ বিশ্লেষক সৈয়দ মোহাম্মদউল্লাহ । ওয়াশিংটন স্টুডিও থেকে তাঁর সঙ্গে কথা বলেন সরকার কবীরূদ্দীন ।