অ্যাকসেসিবিলিটি লিংক

কম্বোডিয়ায় ইন্টারনেট ব্যবহারে সরকারের নজরদারি 


যুক্তরাষ্ট্র, কাম্বোডিয়া সরকারের নেয়া নজরদারি ব্যবস্থা প্রবর্তনে উদ্বেগ প্রকাশ করেছেI এই নজরদারি নেটওয়ার্কের মাধ্যমে ইন্টারনেট ব্যবহারকারীদের ওপর কর্তৃপক্ষ নজর রাখা ও সেন্সর করার আরো বেশি ক্ষমতা পাবেI পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র, জেলিনা পোর্টার সোমবার ভয়েস অব আমেরিকাকে জানান, যুক্তরাষ্ট্র ইন্টারনেট ব্যবহারকারীদের ভাষা প্রকাশের অধিকারের প্রতি সমর্থন জানায়I তিনি এই ব্যবস্থা গ্রহণে খেমার-আমেরিকানদের ওপর তার প্রভাব নিয়ে উদ্বেগ প্রকাশ করেনI

প্রধানমন্ত্রী, হুন সেন, ১৬ই ফেব্রুয়ারী এই আইনে স্বাক্ষর দিয়েছেন, যে সরকারি ব্যবস্থায়, ইন্টারনেট ব্যবহারকারীদের 'ন্যাশনাল ইন্টারনেট গেটওয়ে'র মাধ্যমে নজরদারির আওতায়, তা এখন ব্যবহার করতে হবেI

XS
SM
MD
LG