অ্যাকসেসিবিলিটি লিংক

চূড়ান্ত বিতর্কের আগে দুই প্রেসিডেন্ট পদপ্রার্থীর জোর তৎপরতা 


যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে দুই পদপ্রার্থী, প্রেসিডেন্ট ট্রাম্প ও তাঁর বিরোধিতাকারী, জো বাইডেন,চূড়ান্ত বিতর্কের আগে রবিবার,নেভাডা ও উত্তর ক্যারোলাইনায় আগাম ভোটদাতাদের কাছে তাদের বক্তব্য তুলে ধরেনI যুক্তরাষ্ট্রে এবার নির্বাচীনঘিরে ব্যাপক কৌতূহল ও উত্তেজনা চোখে পড়ছেI

ইতিমধ্যেই ২ কোটি ৭৭ লক্ষ জনগণ ডাকযোগে বা নিজে উপস্থিত হয়ে ভোট দিয়েছেনI উত্তর ক্যারোলাইনায় ১ কোটি ৪০ লক্ষ রেজিস্ট্রিকৃত ভোটার রবিবার সকালে ভোট দিয়েছেনI জো বাইডেন স্থানীয় জনগণকে যথাশীগ্র ভোট দেবার আমন্ত্রণ জানানI

ডারহামে জো বাইডেন বলেন, "আমাদের এই অসাধারণ গতিকে বজায় রাখতে হবে"I তিনি প্রেসিডেন্ট ট্রাম্পের সমালোচনা করে বলেন, তিনি ভাইরাসকে আয়ত্তে আনার কৃতিত্ব দাবি করেন, তবে প্রকৃত পক্ষেসমগ্র দেশজুড়ে নুতন মাত্রায় সংক্রমণ সংযোজিত হচ্ছেI

XS
SM
MD
LG